বাংলাদেশের ছবিতে কলকাতার ‘ঝিলিক’
‘আমরা একটি গানের দৃশ্যের শুটিং করছিলাম। হৈমন্তীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় সেই দৃশ্যে। বৃষ্টি পড়ছে, ঝড় হচ্ছে, এমন একটি পরিবেশে নায়িকা হেঁটে যাচ্ছে আর কাঁদছে। আমি কিছুক্ষণের জন্য কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। চোখের পানি মুছতে গিয়ে দেখি ইউনিটের সবাই স্তব্ধ, ছবির পরিচালক ডায়েল ভাইয়ের চোখেও পানি। সত্যি এমন অভিনয় অনেকদিন দেখা হয়নি।’ ‘হৈমন্তী’ চলচ্চিত্রে গানের দৃশ্যায়ন নিয়ে এভাবেই নিজের প্রতিক্রিয়ার কথা বলছিলেন ছবির কোরিওগ্রাফার মাইকেল। আর কথাগুলো বলছিলেন কলকাতার অভিনেত্রী তিথি বসুকে নিয়ে।
স্টার জলসা টিভির ‘মা’ ধারাবাহিকের ‘ঝিলিক’-খ্যাত তিথি সম্প্রতি কাজ করছেন ডায়েল রহমান পরিচালিত ‘হৈমন্তী’ চলচ্চিত্রে। গতকাল মঙ্গলবার উত্তরায় ছবির শুটিং চলছিল। সেখানে গিয়ে কথা হয় ছবির পরিচালক, কলাকুশলী ও তিথির সঙ্গে।
শুটিং ইউনিটকে অভিনয় দিয়ে কাঁদিয়েছেন, নিশ্চয় অভিনয়টা ভালোই রপ্ত করেছেন তিথি। অভিনয় নিয়ে প্রশ্ন করা, কীভাবে চরিত্রকে ধারণ করেন? উত্তরে তিথি বলেন, ‘আমি যখন ক্যামেরার সামনে দাঁড়াই, অ্যাকশন থেকে কাট পর্যন্ত আমার ওপর কী যেন ভর করে। আমি আর আমাকে চিনতে পারি না। গল্পের চরিত্রটা আমার ভেতরে এমনভাবে ভর করে যেন আর কিছু আমি চিনি না, জানি না। আমি আসলে অভিনয় করি না, চরিত্রটা ভেতরে নিয়ে শুধু ক্যামেরার সামনে দাঁড়াই।’
ছবির পরিচালক ডায়েল রহমান বলেন, ‘আমাদের ছবির শুটিং শেষের দিকে। জুন মাসে সেন্সর বোর্ডে জমা দেব। এ বছরেই ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে।’
ছবির নায়িকা তিথি বসু সম্পর্কে ডায়েল বলেন, “রবীন্দ্রনাথের ‘হৈমন্তী’ প্রায় সবাই পড়েছেন। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন আমাদের পাঠ্য ছিল গল্পটি। তখন থেকেই আমার ইচ্ছা ছিল এটি নিয়ে চলচ্চিত্র বানাব। আর আমি যখন এই গল্পটা চূড়ান্তভাবে ভাবছিলাম তখন বারবারই মনে হচ্ছিল তিথিকে নিয়ে কাজটি করি। আমি তৃপ্ত, তিথি আসলেই অনেক ভালো অভিনয় করেন। আমি তাঁর কাজে মুগ্ধ।’
‘হৈমন্তী’ ছবিটি প্রযোজনা করছে রাইসা ফিল্মস। ছবির চিত্রনাট্যও লিখেছেন পরিচালক ডায়েল রহমান। ছবিতে তিথি ছাড়াও অভিনয় করেছেন সকাল রাজ, কাজী উজ্জ্বল, আবদুর রহমান, দীপক প্রমুখ।
মাত্র সাড়ে তিন বছর বয়সে তিথি বসু ‘বন্ধু’ ছবিতে অভিনয় করে শিশুশিল্পী হিসেবে আলোচনায় আসেন। সেই ছবিতে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এরপর তিথি মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘মহাগুরু’ ছবিতে কাজ করেন। পরে তাপস পালের সঙ্গে ‘প্রিয়তমা’ ও ‘এরই নাম প্রেম’ ছবিতে অভিনয় করেন। নয় বছর বয়সে স্টার জলসা টিভিতে শুরু করেন মেগা ধারাবাহিক ‘মা’ নাটকের কাজ।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন