বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহবান এফবিসিসিআই সভাপতির
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বাংলাদেশে বিনিয়োগ করার জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি গত ১ ও ২ নভেম্বর চীনে অনুষ্ঠিত ‘প্রোডাকশন ক্যাপাসিটি বিষয়ে দক্ষিণ এশিয়ার সহযোগিতা সম্পর্কিত ডায়লগ এবং ‘দক্ষিণ এশিয়া-সিচুয়ান ব্যবসা উন্নয়ন’ শীর্ষক এক সম্মেলনে এ আহবান জানান।
আব্দুল মাতলুব আহমাদের নেতৃত্বে এফবিসিসিআইয়ের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল এ সম্মেলনে অংশ নেয়। চেংদু এসোসিয়েশন অব ফরেন ট্রেড এন্ড ইকোনমিক কো-অপারেশন ‘প্রোডাকশন ক্যাপাসিটি বিষয়ে ডায়লগটির আয়োজন করে।
এ ডায়লগের লক্ষ্য হচ্ছে চেংদু এবং দক্ষিণ এশীয় দেশসমূহের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা উন্নয়নে জাতীয় কৌশল বাস্তবায়ন করা। এছাড়াও উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে আন্তÍর্জাতিক সহযোগিতা বৃদ্ধিও এই সংলাপের উদ্দেশ্য ছিল।
ভারত, বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা, পাকিস্তান, মায়ানমার, লাওস এবং স্বাগতিক চীনের প্রায় ৩০০ সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেন।
সংলাপে জ্বালানী, ঔষধ শিল্প, পরিবহন, পর্যটন, কৃষি, অবকাঠামো, শিক্ষা ও সেবা প্রভূতি খাতের ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন।
চীনের চেংদুর ডেপুটি মেয়র মি. ফু ইয়ং লিন, সিচুয়ান প্রাদেশিক সরকারের উপ-মহাপরিচালক মি. ইয়াং চুন জুয়ানসহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ সংলাপে বক্তব্য রাখেন।
আব্দুল মাতলুব আহমাদ ‘বাংলাদেশে বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তি হস্তান্তরের সুবিধাসমূহ’ নিয়ে বক্তব্য রাখেন।
আসবাব শিল্পকে বাংলাদেশের উদীয়মান খাত হিসেবে উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি এখাতসহ জ্বালানী পরিবহন ও অবকাঠামো উন্নয়ন খাতে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানান।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, সম্প্রতি চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকালে চীন ও বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাতে ১৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সহযোগিতায় চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) এর আয়োজনে ৩-৪ নভেম্বর ‘দক্ষিণ এশিয়া-সিচুয়ান ব্যবসা উন্নয়ন’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়।
চীনসহ দক্ষিন এশীয় দেশগুলোর প্রায় ৫০০ ব্যবসায়ী এ সম্মেলনে অংশ নেন। এ সম্মেলন আয়োজনের উদ্দেশ্য ছিল বিভিন্ন প্রতিষ্ঠনের মধ্যে সহযোগিতা উন্নয়ন এবং বহুপাক্ষিক সহযোগিতা কৌশল আরও সুসংহত করা ।
সম্মেলনে এসসিসিআই সভাপতি মি. সুরাজ বৈদ্য এবং এফবিসিসিআই এর সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বক্তব্য রাখেন।
এফবিসিসিআই সভাপতি তার বক্তব্যে ‘সিল্ক রোড ইকোনমিক বেল্ট’ এবং ‘২১ শতকের মেরিটাইম সিল্ক রোড’ (বেল্ট এবং রোড উদ্যোগ) গ্রহন করায় চীনের প্রশংসা করেন। এই উদ্যোগ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ন সুযোগ নিয়ে আসবে বলে মাতলুব আহমাদ উল্লেখ করেন।
এফবিসিসিআই সভাপতি বাংলাদেশে অর্থনৈতিক জোন এবং শিল্প এলাকায় বিনিয়োগের জন্য চীনা ব্যবসায়ী নেতৃবৃন্দকে আহবান জানান। এছাড়াও তিনি ঢাকা-চেংদু সরাসরি বিমান চালুর ব্যাপারেও আহবান জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন