বাল্য বিয়ে বন্ধ করলো তিন সিংহ!
সিনেমা, গল্প, কমিক্স সিরিজে তো মানুষের প্রতি বন্যপশুদের ভালোবাসার গল্পের কথা শোনাই যায়। বন্যপশুদের ভালোবাসা নিয়ে ছবিও হয়েছে বিস্তর। কিন্তু বাস্তবেও যে এমনই ঘটতে পারে, তার নজির ইথিওপিয়ার এই ঘটনা। অপরহণকারীদের নির্যাতন ও ধর্ষণের হাত থেকে এক নাবালিকাকে বাঁচাল তিনটি সিংহ।
নারীদের অপহরণ করে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দেওয়া বা ধর্ষণ করা ইথিওপিয়ায় প্রায়ই ঘটে। জঙ্গলে ঘেরা পূর্ব আফ্রিকার এই দেশটিতে আইনশৃঙ্খলার পরিস্থিতি শোচনীয়। ইথিওপিয়ার গ্রামগুলিতে প্রতিদিনই বহু মহিলা, নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দেওয়া হয়। রাজি না হলে গণধর্ষণ করা হয়।
ইথিওপিয়ার শহর বিটা জিনেটের উপকণ্ঠে একটি গ্রামে সম্প্রতি ১২ বছরের এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় গ্রামেরই কয়েকজন যুবক। জোর করে তাকে বিয়েও দিতে চায় তারা। নাবালিকাটি রাজি না হওয়ায় বেধড়ক মারধর শুরু করে। পুলিশ ওই মেয়েটির খোঁজ শুরু করতে গিয়ে দেখে, একটি মাঠে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মেয়েটি। তাকে ঘিরে রয়েছে তিনটি সিংহ।
পুলিশ কাছে যেতেই সিংহগুলি ধীরে ধীরে সরে যায়। যেন তারা মেয়েটিকে পাহারা দিচ্ছিল। মেয়েটি আপাতত নিরাপদ মনে করায় সিংহ তিনটি ফের জঙ্গলে ফিরে গেল। আহত মেয়েটি পুলিশকে জানায়, অপহরণকারীরা তাকে বেধড়ক মারছিল। তখনই তিনটি সিংহ এসে অপহরণকারীদের তাড়িয়ে দেয়। তারপর থেকে তারা আমার পাহারায় ছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন