‘বিএনপি ৮০ ভাগ পৌরসভায় বিজয়ী হবে’
‘সুষ্ঠু ও নিরপেক্ষ’ নির্বাচন হলে এবং সেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে বিএনপি ৮০ ভাগ পৌরসভায় বিজয়ী হবেন বলে দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
‘গণতন্ত্র রক্ষার’ জন্য বিএনপি পৌর ভোটের অংশ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘জনগণ যদি ভোট দিতে না পারে তবে সবই শূন্য হয়ে যাবে।’
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।
দেশের ২৩৬ পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোটের তারিখ রেখে গত ২৪ নভেম্বর তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। এর মধ্যে একটি পৌরসভায় ভোট গ্রহণ স্থগিত করেছে কমিশন।
৩ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাছাই চলবে ৫ ও ৬ ডিসেম্বর। বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। আর ভোট হবে ৩০ ডিসেম্বর।
এই প্রথম দলীয় প্রতীকে পৌরসভায় নির্বাচন হচ্ছে। এক্ষেত্রে মেয়র পদে দলীয় মনোনয়নের সুযোগ রাখা হলেও কাউন্সিলর পদে স্বতন্ত্রভাবে আগের নিয়মে হবে।
পৌর নির্বাচনে বিএনপি এরই মধ্যে ২৩৫টি পৌরসভায় ধানের শীষ প্রতীকে তাদের একক প্রার্থীর মনোনয়ন নিশ্চিত করেছে। গতকাল বৃহস্পতিবার প্রার্থীরা সেগুলো নির্বাচন কমিশনে জমাও দিয়েছেন।
গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, ‘সরকারি দলের প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন করাই এখন আচরণবিধিতে পরিণত হয়েছে। আর যারা আচরণবিধি লঙ্ঘন করে তাদের কাছে আচরণবিধির অভিযোগ করে লাভ কী?’
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘নির্বাচন কমিশন সরকারের নির্দেশে চলে। তারা স্বাধীনভাবে কাজ করতে পারে না। অতীতের নির্বাচনগুলোতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারেনি। এবারের নির্বাচনেও ইসি স্বাধীনভাবে কাজ করতে না পারলে নির্বাচন অর্থবহ হবে না।’
তিনি নির্বাচন কমিশনকে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ক্ষেত্রে তৈরি করার আহ্বান জানান।
এ সময়ে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শ্যামা ওবায়েদসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন