বিকাশ এজেন্টকে গুলি করে ২ লাখ টাকা ছিনতাই
রাজধানীর গুলশানে বিকাশ এজেন্টকে গুলি করে দুই লাখ বিশ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ৯টায় গুলশানের ১০৮ নাম্বার রোডে বেলাল হোসেনের দোকানে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বেলাল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে বেলাল হোসেনের দোকানের সামনে মোটরসাইকেলে করে দুই যুবক থামে। তাদের মধ্যে এক যুবক বেলালকে লক্ষ করে পিস্তল দিয়ে দুই রাউন্ড গুলি করে। এতে বেলালের বাম হাতে একটি গুলিবিদ্ধ হয়। এ সময় ছিনতাইকারীরা দোকান থেকে টাকার বেগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এদিকে গুলিবিদ্ধ ব্যবসায়ী বিল্লাহ হোসেনের ভাগনে রিপন জানান, ওই এলাকায় বিল্লাহ জেনারেল স্টোর নামে তার একটি মুদি দোকান রয়েছে। একই দোকানে তিনি বিকাশের ব্যবসা করেন। সকালে বাসা থেকে পায়ে হেঁটে দোকানে যাচ্ছিলেন তিনি। এসময় মোটরসাইকেলে করে দুই ছিনতাইকারী তার হাতে গুলি করে দুই লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন