বৃহস্পতিবার, মে ২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

৮০ শতাংশ কলেজ শিক্ষকই ঢাকায় থাকতে চান

সরকারি কলেজ শিক্ষকরা বদলির ক্ষেত্রে তদবির করে রাজধানী ঢাকাতেই থাকতে চান বলে হতাশা ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি এ বিষয়ের কঠোর সমালোচনা করে বলেন, ‘আমার কাছে এ কাজে যত লোক আসেন, তাদের ১০০ জনের মধ্যে ৮০ জনই ঢাকায় থাকতে চান। ঢাকার বাইরের ছেলেমেয়েরা কী পড়বে না?’

শনিবার রাজধানী ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি কলেজ অধ্যক্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বদলির জন্য ক্ষমতাধর অনেকের কাছ থেকে অনেকে লিখিয়ে নিয়ে আসেন। কিন্তু তাদের উদ্দেশে বলছি, এখন থেকে বদলির জন্য সবাইকে অনলাইনে আবেদন করতে হবে। কেউ যদি এটি না করে কারো কাছ থেকে লিখিয়ে আনেন, তাহলে সেটা নেতিবাচক হিসেবে গণ্য হবে।’

নুরুল ইসলাম নাহিদ বলেন, একটি কলেজে ৩৭টি পদ আছে। কিন্তু কর্মরত আছে মাত্র ছয়জন। সবার শুধু ঢাকা ভালো লাগে।

বিভিন্ন সরকারি কলেজে শিক্ষক সংকটের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমরা প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগ দিতে পারছি না। কিন্তু এ মুহূর্তে যারা কর্মরত আছেন, তারাও জেলা পর্যায়ে থাকতে চান না।’

তিনি বলেন, ‘আপনারা পত্র-পত্রিকায় দেখেছেন, আমার নিজ এলাকার কলেজেই শিক্ষক সংকট রয়েছে।’

অনুষ্ঠানে মন্ত্রী দীর্ঘ সময় ধরে পাবলিক পরীক্ষা নেওয়ারও বিপক্ষে কথা বলেন। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মতো পাবলিক পরীক্ষা ১০ দিনে শেষ হওয়া উচিত।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আপনাদের কথা জানতে, শুনতে ও আপনাদের কাছ থেকে শিখতে চাই। শিক্ষার ও শিক্ষদের মূল লক্ষ্য হলো- জ্ঞানদানের পাশাপাশি নতুন প্রজন্মকে সঠিকভাবে লালন করে গড়ে তোলা।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য দেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন।

শিক্ষাসচিব বলেন, শিক্ষাক্ষেত্রে অধ্যক্ষদের দায়িত্ব ও কর্তব্য অপরিসীম। শিক্ষাদানের পাশাপশি তাদের প্রাতিষ্ঠানিক নানা কাজে দক্ষতা অর্জন করতে হবে।

ফাহিমা খাতুন বলেন, ‘সবার জন্য শিক্ষার মান সমান করার লক্ষ্যে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধ্যক্ষগণদের সঙ্গে নিয়ে এই ধরনের কর্মশালা প্রতিবছর আয়োজন করতে চাই।’

বেলা ১টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। এতে ‘শিক্ষার মান উন্নয়নে করণীয়’ বিষয়ে আলোচনা শুরু হয়েছে। চলবে বিকেল পর্যন্ত।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজন ও ব্যবস্থাপনায় দেশের মোট ৩২৯টি সরকারি প্রতিষ্ঠানের অধ্যক্ষদের নিয়ে শিক্ষার মানোন্নয়নবিষয়ক এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় মোট ২৮৯টি কলেজ, ১৪টি শিক্ষক প্রশিক্ষণ কলেজ, ১৬টি সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট, চারটি সরকারি আলিয়া মাদ্রাসা, পাঁচটি এইচএসটিটিআই, একটি বিএম টিটিআই প্রতিষ্ঠানের অধ্যক্ষ অংশগ্রহণ করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

পদ্মা ব্যাংক ছেড়ে এনআরবিতে যাচ্ছেন তারেক রিয়াজ

শরীয়াহ ভিত্তিক পরিচালিত এক্সিমের সঙ্গে একীভূত হতে যাওয়া পদ্মা ব্যাংকেরবিস্তারিত পড়ুন

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের বাবিস্তারিত পড়ুন

দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় হবে জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথমটির কাজ চলছে।বিস্তারিত পড়ুন

  • যে তথ্য জানা দরকার “টাকার ইতিহাস”
  • ২০১৭ সালে প্রবাসী আয় সাড়ে ১৩ হাজার মিলিয়ন ডলার
  • চারদিনই ঊর্ধ্বমুখী সূচক, আস্থায় ফিরছেন বিনিয়োগকারীগণ
  • আর্গন ডেনিমসের বোনাস ঘোষণা
  • বন্যার্তদের জন্য বিশ্বব্যাংকের ২ হাজার কোটি টাকার প্রস্তাব
  • সোনার দাম বাড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প !!
  • মাত্র ১৫ দিনের ব্যবধানে আবারও দেশের বাজারে বাড়ানো হলো স্বর্ণের দাম
  • বাড়ল সোনার দাম
  • সুইস ব্যাংকে বাংলাদেশীদের খুব বেশি টাকা নেই : অর্থমন্ত্রী
  • অবরুদ্ধ কাতারে বাড়ছে বাংলাদেশি সবজির চাহিদা
  • মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক ৮৪৪ কোটি টাকা লেনদেন
  • রেমিটেন্স কমে যাওয়ার দুই কারণ দেখছেন অর্থমন্ত্রী