বিক্ষোভ মিছিল করেছে আ.লীগ হরতালের প্রতিবাদে
যুদ্ধাপরাধে মতিউর রহমান নিজামির ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামের ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
রোববার সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকায় মিছিল নিয়ে জড়ো হতে থাকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন নেতা-কর্মীরা।
সমাবেশে যোগ দিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধীদের বাঁচাতে একের পর এক ষড়ষন্ত্র করে যাচ্ছে। মহান স্বাধীনতা যুদ্ধের সময় কয়েকটি রাষ্ট্র স্বাধীনতার বিরোধিতা করেছিল, এখনো করছে। বিএনপি-জামায়াত এখন এসব বিদেশি রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। আর যুদ্ধাপরাধীদের বাঁচতে তারা হরতাল দিয়েছে। তাই এটা স্পষ্ট যে, এই হরতালও ষড়যন্ত্রের অংশ।
এর পরপরই যুবলীগ মহানগর দক্ষিণের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন।
ঢাকার বিভিন্ন স্থান থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা হরতালবিরোধী মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হন। পরে তারাও সমাবেশ করে জিপিও মোড় হয়ে মিছিল নিয়ে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল শেষ করেন।
এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ কয়েকটি সরকার সমর্থক সংগঠন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন