বিয়ে নিয়ে আমাদের তথাকথিত সমাজের এ কেমন এলার্জি ?
একটা মেয়েকে কি বিয়ে করতেই হবে? বিয়ে না করলে কি তার জীবন অসম্পূর্ণ থাকে? যদি জীবনকে সম্পূর্ণতা দেওয়ার জন্যই বিয়ে তাহলে প্রতিদিন খবরের কাগজে, অনলাইন নিউজে এইসব শিরোনাম কেন??
অশিক্ষিত,দরিদ্র মানুষের কথা না হয় বাদই দিলাম—
আমাদের তথাকথিত শিক্ষিত,সুশীল ইত্যাদি মানুষেরা কেন এমন যার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. রোমানা মঞ্জুর,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অধ্যাপক ড. আক্তার জাহান জলি, যশোরের সাবেক এমপির পুত্রবধূ ডা: শামারুখ মাহজাবিন ইত্যাদি তাদের জীবনের কেন এই নির্মম পরিণতি?
একটা মেয়ে শিক্ষিত,প্রতিষ্ঠিত হয়ে যদি সে তার জীবন নিজে পরিচালিত করতে পারে,তার জীবনের সবকিছুই নিজে ব্যবস্থাপনা করতে পারে তাও সঠিকভাবে তাহলে সমাজের দোহাই দিয়ে কেন তার গলায় “বিয়ে” নামক রশি পড়িয়ে দেয়া হয়???
আর এই তথাকথিত শিক্ষিত, সুশীল, নম্র, ভদ্র পুরুষরা এরপর গলায় রশি পড়া বউদের পায়ে শিকল পড়িয়ে “হোয়াইট কালার ক্রাইম” এর প্রয়োগটা এত ভালভাবে করে যার ফলাফল রোমানা মঞ্জুর,আক্তার জাহান জলি,শামারুখ মাহজাবিন।আর তাদের মৃত্যুর পর তাদের মা-বাবা দেরও হুশ ফিরে আসে,বিচারের জন্য কোর্ট,থানা…তে দৌড়াদৌড়ি করে জুতোর তলা খসিয়ে ফেলে।কিন্তু কোন লাভ হয়না।অথচ এই বিয়েটা যদি মা-বাবা না দিতো তাহলে মেয়েটি প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দঁাড়িয়ে নিজের মত করে জীবনটা পরিচালিত করতে পারতো।আর এর পরে যদি কোন পুরুষ মেয়েটির জীবনে আসতো তাহলে ছেলে-মেয়ে উভয়ে পরিচিত হয়ে,চেনাজানা হয়ে, তাদের জীবনের সবকিছু শেয়ার করার পর যদি উভয়ের ভাল লাগে তাহলে পারিবারিকভাবে বিয়ে হতো। আর যদি কথাবার্তা না মিলে তাহলে হতোনা।ব্যস।
আর একটা ছেলে সারাজীবন একা থাকলে এই তথাকথিত সমাজ তাকে নিয়ে যদি কোন ধরনের এলার্জি কাজ না করে তাহলে একটা মেয়ে তাও শিক্ষিত, প্রতিষ্ঠিত মেয়ে যে তার জীবনের সব দায়িত্ব একা পালন করতে পারে তাকে নিয়েও কেন এলার্জি???
লেখক: অ্যাডভোকেট ফারজানা সুলতানা
এই সংক্রান্ত আরো সংবাদ
খেলার জগতের সামাজিক দায়বদ্ধতা ও পেশাদারি কাঠামো
লাল-সবুজের তরুণ প্রজন্মের এ সময়ের প্রিয় শ্লোগান, ‘বাংলাদেশের জান, সাকিববিস্তারিত পড়ুন
আগস্টের শোককে শক্তি হিসেবে নিতে পারি আমরা তরুণেরা
“যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তিবিস্তারিত পড়ুন
বাবা যখন ধর্ষক
যেখানে আপন বাবাই ধর্ষণ করে, সেখানে সৎ বাবার ধর্ষণ আমাদেরবিস্তারিত পড়ুন