বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কুরআন প্রিন্টিং কেন্দ্র মালয়েশিয়ায়
দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কুরআন প্রিন্টিং সেন্টার প্রতিষ্ঠিত করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা আহমদ জাহিদ হামিদ গত ২০ মে ২০১৭ শনিবার ৫৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী দিনে এ তথ্য জানান।
তিনি বলেন, এ কুরআন প্রিন্টিং সেন্টারটিকে ‘নাশরুল কুরআন’ নামে নামকরণ করা হয়েছে। কেন্দ্রটি সম্প্রসারণ এবং প্রযুক্তিগত উন্নতি করা হবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক-এর সিদ্ধান্ত অনুযায়ী ‘নাশরুল কুরআন’ প্রিন্টিং সেন্টারটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় কুরআন প্রিন্টিং সেন্টার হিসেবে প্রতিষ্ঠিত করা হবে বলেও জানান তিনি।
এ প্রিন্টিং সেন্টার থেকে প্রতি বছর কুরআনুল কারিমের ১০ লাখ কপি পাণ্ডুলিপি ছাপানো হবে। তবে বছরে ৩০ লাখ পাণ্ডুলিপি ছাপানো সক্ষমতা থাকবে সেন্টারটির।
এ কেন্দ্র থেকে ইংরেজি, চীনা, বাহাসা, থাই, রাশিয়ানসহ বিশ্বের বিভিন্ন ভাষায় কুরআনুল কারিম ছাপানো হবে বলেও জানান যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঈদের ছুটির পর বুধবার থেকে নতুন অফিস সময়সূচি
পবিত্র ঈদুল আজহার পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিতবিস্তারিত পড়ুন
সৌদিতে হজে বিভিন্ন দেশের ৫৫০ হাজির মৃত্যু
সৌদি আরবে এ বছর হজ পালনে গিয়ে কমপক্ষে ৫৫০ জনবিস্তারিত পড়ুন
ঈদে ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮ টি গবাদিপশু কোরবানি
এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪বিস্তারিত পড়ুন