বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

বিশ্বের পঞ্চম ধনী জাকারবার্গ

প্রযুক্তিবিশ্বের এক উজ্জ্বল নক্ষত্র মার্ক জাকারবার্গ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নির্মাণের পর পেরিয়ে গেছে ১৩টি বছর। এ সময়সীমায় বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষকে এর আওতায় আনতে সক্ষম হয়েছেন জাকারবার্গ। শুধু বিশ্ববাসীকে জোটবদ্ধ করেই থেমে নেই জাকারবার্গ, কাজ করছে ড্রোনসহ বিভিন্ন বিষয় নিয়ে। নিউ ইয়র্কের ডবস ফেরি নামের এক মনোরম শহরে বেড়ে উঠেছেন জাকারবার্গ। বাবা-মা এডওয়ার্ড ও ক্যারেন জাকারবার্গ ছিলেন দন্ত চিকিৎসক ও মনোবিদ। মার্ক ছাড়াও তাদের রয়েছে আরো তিন সন্তান র‌্যান্ডি, ডনা ও এরিয়েলে।১২ বছর বয়সে অটারি বেসিক ব্যবহার করে ‘জাকনেট’ নামের মেসেজিং প্রোগ্রাম তৈরি করেন তিনি। এ ছাড়া কিশোর বয়সেই বন্ধুদের জন্য কোডেড কম্পিউটার গেম নির্মাণ করেছেন। নিউ হ্যাম্পশায়ারের বিখ্যাত স্কুল ফিলিপস এক্সেটার একাডেমিতে পড়াকালে মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম তৈরি করেন। এতে আগ্রহ দেখিয়েছিল এওএল ও মাইক্রোসফট। ওই সময় এ প্লাটফর্ম বিক্রির প্রস্তাব ফিরিয়ে দেন।২০০২ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার উদ্দেশ্যে যান জাকারবার্গ। সেখানে সুদক্ষ ডেভেলপারের তকমাটাও মেলে সহজে। তার প্রথম সৃষ্টি ছিল ‘ফেস ম্যাশ’। এর মাধ্যমে সহপাঠীদের ছবি ব্যবহার করে স্কুল প্রশাসনের ডরমিটরি আইডি ফাইল হ্যাক করেছিলেন। ডরমিটরিতে কয়েকজন বন্ধুকে নিয়ে শুরু করেছিলেন ‘দ্য ফেসবুক’। এতে পুরোপুরি মনোযোগ দেয়ার উদ্দেশ্যে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। বিশ্ববিদ্যালয় ত্যাগের আগে দেখা হয় জীবনসঙ্গী প্রিসিলা চ্যানের। এক পার্টিতে প্রথম দেখা হয় তাদের। এর পর থেকে ডেটিংয়ের শুরু।২০১২ সালের ১৮ মে শেয়ারবাজারে অভিষেক হয় ফেসবুকের। এর পরই বিশ্বের ২৯তম ধনীতে পরিণত হন তিনি। শেয়ারবাজারে প্রবেশের পর পরিণয়সূত্রে আবদ্ধ হন চ্যান ও জাকারবার্গ। গ্রিন ডেজের বিলি জো আর্মস্ট্রং পারফর্ম করেন তাদের বিয়ের অনুষ্ঠানে। প্রিসিলার জন্য তৈরি রুবি রিংটির নকশা করেছিলেন জাকারবার্গ। বিয়ের পর মধুচন্দ্রিমা উদযাপনে ব্যক্তিগত জেটে চেপে পৌঁছে যান ইতালি। সেখানে ছিলেন পোর্ট্রেইট স্যুটস নামের পাঁচ তারকা হোটেলে। সেখানে প্রতি রাতের জন্য কক্ষ ভাড়া নিতে হয় ৮০০ ইউরোয়। এ সময় একদিন ম্যাকডোনাল্ডসে খাওয়ার সময় পাপারাজ্জিদের নজরবন্দী হন এ জুটি। চাইনিজ ভাষাও শিখেছেন জাকারবার্গ। চ্যান ও জাকারবার্গ জুটির রয়েছে ‘বিস্ট’ নামে এক হাঙ্গেরিয়ান শিপডগ। বর্তমানে ছয় হাজার ৩০০ কোটি ডলারের সম্পদের মালিক ৩৩ বছর বয়সী জাকারবার্গ; বিশ্বের পঞ্চম ধনকুবের। আহমেদ ইফতেখার

এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু

মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ

নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন

  • অবশেষে বাংলাদেশে ১৯ অক্টোবর থেকে পে-প্যাল সেবা
  • রবি গ্রাহকদের জন্য সুখবর ! ছাড় পাবেন উবারে !
  • মেধাসত্ত্ব সংরক্ষণের দাবি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে
  • লক খুলবে মুখ দেখেই আইফোন ৮
  • ফেসবুক এবং গুগলের যুগে ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফর্ম পরিকল্পনা করলে ভুল-ই হবে
  • এবার থেকে হোয়াটসঅ্যাপেও টাকা লেনদেন! জেনে নিন কীভাবে
  • ফেসবুক হ্যাক হয় যেভাবে
  • ধর্ষণ থেকে আত্মহত্যা! সবই পাওয়া যাচ্ছে গেমে
  • এলিয়েন তাড়ালেই নাসাতে মিলবে কোটি টাকার চাকরি
  • রাত্রে বিছানায় মোবাইল নিয়ে ঘুমনো অভ্যেস? জানেন না, কতবড় ভুল করছেন
  • দিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ১০০ কোটি মানুষ
  • ফেসবুকে দামি গাড়ি, গয়নার ছবি পোস্ট করেছেন? সর্বনাশ!