বিশ্ব ইজতেমায় ৫ স্তরের নিরাপত্তা
বিশ্ব ইজতেমায় জঙ্গি হামলার আশঙ্কা মাথায় রেখেই পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান।
শুক্রবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় ১০ মিনিটে বিশ্ব ইজতেমার পাশে র্যাবের কন্ট্রোলরুমে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিশ্ব ইজতেমায় নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো ইজতেমা এলাকায় সিসিটিভির ব্যবস্থা নেয়া হয়েছে।’
জিয়াউল আহসান বলেন, ‘জঙ্গি হামলা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় হচ্ছে। হামলার চেষ্টা হচ্ছে। আমরাও বিষয়টি উড়িয়ে দিচ্ছি না। সেজন্য আমরা এ উদ্যোগ নিয়েছি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২০০০ সালে থেকে এদেশে জঙ্গি হামলা শুরু হয়। আমরা দেশের জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা নিয়ে এটা বন্ধ করতে পেরেছি। আশা করি, শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা শেষ হবে।’
শুক্রবার সকাল থেকে বিশ্ব ইজতেমা ময়দানে পুলিশ ও র্যাবের হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন