শুক্রবার, মে ১৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

বিসিসিআইর বিরুদ্ধে মামলার হুমকি পিসিবির

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে না পারার জন্য অনেক দিন ধরেই কথাবার্তা বলে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত বছর কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হওয়ায় আরো মিলিয়ে গেছে পাকিস্তান-ভারত দ্বিপক্ষীয় সিরিজের সম্ভাবনা। ফলে এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা করার চিন্তাভাবনা করছে পিসিবি। সম্প্রতি এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান।

২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই বন্ধ হয়ে আছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ক্রিকেটীয় লড়াই। ২০০৭ সালের পর আর কোনো টেস্ট খেলেনি ভারত ও পাকিস্তান। ২০১৪ সালে নতুন একটি চুক্তির পর আবার পাকিস্তান-ভারত ক্রিকেটীয় লড়াই দেখার আশা জেগেছিল ক্রিকেটপ্রেমীদের মনে। সেই চুক্তি অনুযায়ী ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের ব্যাপারে একমত হয়েছিল প্রতিবেশী দুই দেশ। কিন্তু এখন পর্যন্ত সেটা বাস্তব রূপ পায়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বারবারই দেওয়া হয়েছে সরকারের অনুমতি না পাওয়ার দোহাই। কোনো কিছুতেই কাজ না হওয়ায় এখন মামলা করার দিকে হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সভাপতি শাহরিয়ার খান বলেছেন, ‘দুইটা সিরিজ স্থগিত করা হয়েছে। আমরা এ ব্যাপারে বিসিসিআইর কাছে চিঠি লিখব। আর যদি তারা কোনো জবাব না দেয়, তাহলে ক্ষতিপূরণ দাবি করে মামলা করার প্রস্তুতি নেব আমরা।’

পিসিবির নির্বাহী কমিটির সভাপতি নিজাম শেঠি জানিয়েছেন, ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করতে না পারায় তাদের প্রায় ২০০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থের ক্ষতিপূরণ দাবি করেই মামলা করার কথা ভাবছে পাকিস্তান।

গত মাসে পাকিস্তানের বিপক্ষে খেলেনি ভারতের নারী ক্রিকেট দলও। এ জন্য ভারতকে ৬ পয়েন্ট জরিমানাও করেছিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এ বিষয় মাথায় রেখেই পাকিস্তান মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান, ‘সরকারের আপত্তি আছে এমন কোনো লিখিত প্রমাণ দেখাতে পারেনি ভারত। বিষয়টা মাথায় রেখেই আইসিসি আমাদের পুরো পয়েন্ট দিয়েছিল। কাজেই এটা মাথায় রেখেই আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব

তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলকবিস্তারিত পড়ুন

নিরাপদে যুক্তরাষ্ট্রে পৌঁছালো বাংলাদেশ দল

টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছাছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদেরবিস্তারিত পড়ুন

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাস্ট্রে অনুষ্ঠেয়  আইসিসি পুরুষ টি-টোয়েন্টিবিস্তারিত পড়ুন

  • তাসকিন যাচ্ছেন যুক্তরাষ্ট্র
  • দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা
  • মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি
  • মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস
  • তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই