বোনকে খুন করল ৪ বছরের ভাই, অন্ধকার নেমে এল পরিবারে
মাত্র চার বছর বয়সী শিশু জেক্সন। সে তখনও খুন করা কি বিষয়, তা বুঝতে শেখেনি।
কিন্তু হঠাৎ করে তার হাতের নাগালে একটি আগ্নেয়াস্ত্র চলে আসে। আর খেলার ছলেই সে তার বড় বোনকে গুলি করে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। নয় বছর বয়সী মেয়ে কিমি রেলেন্ডার। সে তার ছোট ভাইয়ের সঙ্গে খেলছিল।
খেলার এক পর্যায়ে হঠাৎ করেই তার ছোটভাই একটি আগ্নেয়াস্ত্র পেয়ে যায়। আর কিছু বোঝার আগেই তার ছোটভাই তার ট্রিগার টেনে দেয়। মারা যায় বড় বোনটি। আগ্নেয়াস্ত্রটি ছিল জোয়েল ওয়াটসনের। তার নাতির ছেলে এ দুর্ঘটনা ঘটিয়েছে। তিনি ভুলক্রমে পিস্তলটি বাইরে রেখেছিলেন। আর ছোট্ট শিশুটি সে অস্ত্র নিয়ে তার বোনকে গুলি করে দেয়। পিস্তলের গুলিটি সরাসরি মাথায় আঘাত হানে তার। আর এতে তাকে বাঁচানোর কোনো উপায় ছিল না।
মারাত্মক আঘাতে মারা যায় সে। এ ঘটনার পর থেকে পরিবারের সবাই অত্যন্ত বিষাদে দিন পার করছে। শিশুটি এখনও তার খেলার সাথি বোনকে খুঁজে বেড়ায়। যদিও সে চলে গিয়েছে না ফেরার দেশে। তবে এটিই একমাত্র দুর্ঘটনা নয়।
মার্কিন যুক্তরাষ্ট্রে এ ধরনের দুর্ঘটনা প্রচুর ঘটে। দেশটিতে প্রচুর আগ্নেয়াস্ত্র রয়েছে, যার কারণেই এমন দুর্ঘটনা ঘটে। আর এ ধরনের দুর্ঘটনার বিরুদ্ধে প্রায়ই সোচ্চার হতে দেখা যায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে। দাবি ওঠে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের। কিন্তু এসব দাবির প্রতি কর্নপাত করে না মার্কিন সরকার। পরিসংখ্যানে প্রকাশ, যুক্তরাষ্ট্রে ২০১৫ সালের জানুয়ারির পর থেকে এখন পর্যন্ত এ ধরনের ঘটনা ঘটেছে কমপক্ষে ২৫টি। আর তাই নতুন করে আগ্নেয়াস্ত্রের বিস্তার রোধ করার দাবি উঠছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন