ব্যাংকের চেক জালিয়াতি আত্রাইয়ে আটককৃত ঠিকাদার শ্রীঘরে
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ব্যাংকের চেক জালিয়াতির অভিযোগে আটককৃত ঠিকাদার আফিল উদ্দিনকে গতকাল বুধবার নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি এখন টক অব-দ্যা আত্রাইয়ে পরিণত হয়েছে। গতকাল দিনভর চায়ের স্টল, ব্যাংক, অফিসসহ যেখানেই লোক সমাগম সেখানেই আফিল উদ্দিনকে নিয়ে আলোচনা।
উল্লেখ্য আত্রাই নতুন বাজার এলাকার বাসিন্দা, মুক্তিযুদ্ধের সাবেক ডেপুটি কমান্ডার ও আত্রাই পল্লী জীবিকায়ন প্রকল্পের সভাপতি ঠিকাদার আফিল উদ্দিন আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ত্রাণ শাখার একটি টেন্ডারে অংশ গ্রহনের পর গত মঙ্গলবার জনতা ব্যাংক লিঃ আত্রাই শাখায় ৫৯ হাজার ২২৫ টাকার একটি জাল এসডিআর (বিডি) ক্যাশ করতে যান। এ সময় ব্যাংক কর্তৃপক্ষ বিডি জাল করার অভিযোগে তাকে থানা পুলিশের নিকট সোপর্দ করেন। পরে জনতা ব্যাংক লিঃ আত্রাই শাখার ব্যবস্থাপক হুমায়ন কবির এ ব্যাপারে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন।
জনতা ব্যাংক লিঃ আত্রাই শাখার ব্যবস্থাপক হুমায়ন কবির বলেন, আফিল উদ্দিন বিডিটি ক্যাশ করার জন্য জমা দিলে আমাদের ক্যাশ অফিসার বুঝতে পারেন এটি জাল বিডি। পরে পরীক্ষা নিরিক্ষা করে জাল প্রমানিত হওয়ায় তাকে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে এবং আমি একটি মামলাও রুজু করেছি। আত্রাই থানার ওসি বদরুদ্দোজা বলেন, আটককৃত ঠিকাদারকে গতকাল বুধবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে কোথা থেকে তিনি বিডিটি জাল করলেন তা উদঘাটনের জন্য তাকে রিমান্ডে নেয়ারও আবেদন করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
পদ্মায় গোসলে নেমে একসঙ্গে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার
রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার করছে ফায়ারবিস্তারিত পড়ুন