ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ২ পুলিশ প্রত্যাহার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বেড়তলায় হাইওয়ে পুলিশের কারনে ট্রাক চাপায় সাংবাদিকসহ তিন শ্রমিক নেতা নিহতের ঘটনায় দুই হাইওয়ে পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
চলন্ত মোটরসাইকেলে লাঠি ছুঁড়ে মারার অভিযোগে সরাইল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামান ও কনস্টেবল আলী আকবরকে মঙ্গলবার বিকেল ৫টার দিকে প্রত্যাহার করা হয়।
সরাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাইওয়ে পুলিশের গাজীপুর সার্কেলের পুলিশ সুপার শফিকুল ইসলাম অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহারের নির্দেশ দেন। এদিকে, এ ঘটনার সত্যতা যাচাইয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় বেড়তলা এলাকায় পুলিশে সিএনজি চালিত অটোরিকশার কাছ থেকে চাদা আদায় করছিল। সময় এক সিএনজি ড্রাইভার চাদা না দিয়ে চলে যাওর সময় পুলিশের এক সদস্য সিএনজিকে লাঠি ছুড়ে মারে। তখন সেই লাঠি গিয়ে পরে সেই মোটরসাইকেলে। তখন মোটরসাইকেলটি রাস্তাই পরে গেলে একটি ট্রাক মোটরবাইকে থাকা তিন জনকেই পিষ্ট করে দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। নিহতরা হলেন, দৈনিক সংবাদ প্রতিদিন ও নিরাপদ নিউজ.কমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আজম রাজু (৪৩), জেলা ট্যাংক-লরি শ্রমিক ফেডারেশনের সভাপতি জাহাঙ্গীর খন্দকার (৪২) ও দপ্তর সম্পাদক শাহজাহান মিয়া (৫২)।
এই সংক্রান্ত আরো সংবাদ
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু। ঈদুল আযহা উপলক্ষে চার দিনবিস্তারিত পড়ুন
সরাইলে ভূমিহীন পরিবারের মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪২ টি ভূমিহীন পরিবারের জন্য ভূমির দাবীতে মানববন্ধনবিস্তারিত পড়ুন