রবিবার, মে ৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ভারতে বনাম বাংলাদেশ ম্যাচ নিয়ে একি বললেন হাথুরুসিংহে !!

আশা জাগিয়েও শেষ পর্যন্ত পরাজয় সঙ্গী করেছে বাংলাদেশ নিউজিল্যান্ড সফরে বেশিরভাগ ম্যাচে । ব্যাটিংটাই দলকে সবচেয়ে বেশি ভুগিয়েছে। নিউজিল্যান্ড সফর শেষ হতে না হতেই দুয়ারে আরেকটি সফর, এক টেস্টের ভারত সফর। ভারতের কন্ডিশনটা বাংলাদেশের মতো হলেও সেখানে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ দেখছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

ভারতে সফর নিয়ে বুধবার মিরপুরে হাথুরুসিংহে বলেন, ‘বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে। কাজটা সহজ নয়। মাইন্ডসেট ও শট নির্বাচনের ব্যাপার। ওখানে একটি প্রস্তুতি ম্যাচ আছে আমাদের, কিছু অনুশীলন সেশন। যতটা পারা যায় প্রস্তুত হওয়ার চেষ্টা করব আমরা। কিন্তু ব্যাপারটা হলো, ভারতের কন্ডিশন অনেকটাই বাংলাদেশের মতো। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে।’

হোম কন্ডিশনের সুবিধা নিতে ভারত যে স্পিনিং উইকেট বানাবে, তা বলাই যায়। ভারতীয় ক্রিকেট বোর্ড ১৬ সদস্যের যে দল ঘোষণা করেছে, সেখানে আছেন চার স্পিনার- রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব ও অমিত মিশ্র। টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার আবার অশ্বিন। তবে সাকিব, মিরাজ, তাইজুলদের নিয়ে গড়া বাংলাদেশের স্পিন আক্রমণ ভারতের চেয়ে কোনোঅংশে পিছিয়ে নেই বলেই মনে করেন হাথুরুসিংহে।

‘তাদের অনেক ভালো সব স্পিনার আছে। অশ্বিন অনেক অভিজ্ঞ, র‌্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার। আরো দুজন ভালো স্পিনার। তবে তার মানে এই নয় যে আমাদের স্পিনাররা ভালো নয়। আমাদের ওরাও স্কিলফুল। আমাদের সাকিব আল হাসান আছে, মিরাজ ও তাইজুল আছে, ওরা টেস্ট ক্রিকেটে দারুণ করেছে। হ্যাঁ, ওরা (ভারতীয় স্পিনাররা) বেশি অভিজ্ঞ। তার মানে এই নয় আমরা পিছিয়ে আছি’- বলেন বাংলাদেশ কোচ।

ভারত নিজেদের মাটিতে শক্তিশালী দল হলেও বাংলাদেশ লড়াই করবে বলে আত্মবিশ্বাসী হাথুরুসিংহে, ‘আইডিয়ালি অবশ্যই জিতলে ভালো লাগবে আমাদের। তবে ভারত সফরে গিয়ে খেলাটা খুব কঠিন। দেশের মাটিতে ওরা দারুণ দল। রেকর্ডই সেটি বলছে। তবে আমরাও আত্মবিশ্বাসী যে, ভালো লড়াই করতে পারব। কারণ টেস্টেও আমরা প্রতিনিয়ত উন্নতি করছি।’

মাত্র এক টেস্টের সফর। তবে এটি নিয়ে ভাবছেন না হাথুরুসিংহে। বাংলাদেশ প্রথমবার ভারতের মাটিতে টেস্ট খেলবে, এই ব্যাপারটিকেই বড় করে দেখছেন বাংলাদেশ কোচ, ‘এটা যেমন আছে তেমনই, আমাদের তো কিছু করার নেই। একটিই টেস্ট খেলছি এটা ভাবার চেয়ে ইতিবাচক দিকটাই বেশি ভাবি। প্রথমবার ভারতে টেস্ট খেলার সুযোগ পেয়েছি। এই মানসিকতা নিয়েই আমরা খেলতে যাচ্ছি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা

এক মাস পরেই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলা। আইসিসির প্রকাশিত তালিকাবিস্তারিত পড়ুন

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

  • তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ