ভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে ঢাবিতে বাসে আগুন

বাস ভাড়া নিয়ে তর্কাতর্কির জের ধরে ঢাকা-গাজীপুর রুটের স্কাইলাইন নামে একটি বাসে হেলপার ও সুপারভাইজারকে মারধর করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে এ ঘটনা ঘটে।
আহত হেলপার ফারুক হোসেন (২৬) ও সুপারভাইজার মো. মিলন (২০) এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, শহিদুল্লাহ হলের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে বাসে কারা আগুন দিয়েছে এবং কেন আগুন দিয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
ওই বাসের ড্রাইভার মো. আলম বলেন, স্কাইলাইন (ঢাকা মেট্রো-জ-১১-২৭৮১) ঢাকা-গাজীপুর রুটের চলাচল করে। দুই-তিনদিন আগে গুলিস্তানে ভাড়া নিয়ে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে বাসের হেলপারের তর্কাতর্কি হয়। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার বিকেলে গুলিস্তান দিয়ে গাজীপুরে যাওয়ার সময় ১০-১৫ জন শিক্ষার্থী বাসে উঠে সব যাত্রীদের নামিয়ে দেয়। পরে বাসেই হেলপার ও সুপারভাইজারকে মারধর করতে করতে শহিদুল্লাহ হলের সামনে নিয়ে আসে। পরে আমাদের সকলকে নামিয়ে দিয়ে তারা বাসে আগুন ধরিয়ে দেয়। আমি আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসি।
ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন দ্য রিপোর্টকে জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন