মঠবাড়িয়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী ও ছেলে গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবা ও গাঁজাসহ একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনীয়া গ্রামের মান্নান কাজির ছেলে দুলাল কাজি (৪৭), তার স্ত্রী সুরমা বেগম (৩৫) এবং ছেলে হাসিব বিল্লাহ (১৭)। আজ শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মাদকের ক্রেতা সেজে শুক্রবার রাত ৯টার দিকে গোলবুনীয়া গ্রাম থেকে স্বামী-স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করে। এ সময় তাদের বসতঘরে মজুদকৃত ১৮ পিস ইয়াবা ও চার পুরিয়া গাঁজা উদ্ধার করে। এ ছাড়া মাদক বিক্রির ২১ হাজার টাকাও জব্দ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, পুলিশ গোপনে সংবাদ পেয়ে শুক্রবার রাতে মঠবাড়িয়া থানার এসআই মো. গোলাম মোস্তফা মাদকের ক্রেতা সেজে মাদক ব্যবসায়ী দুলাল কাজির বাড়িতে যায়। এ সময় পুলিশ কৌশলে ইয়াবা ও গাঁজা ক্রয় করার সময় হাতেনাতে একই পরিবারের তিনজনকে আটক করে। এ সময় ১৮ পিস ইয়াবা ও চার পুরিয়া গাঁজা জব্দ করে পুলিশ।
মঠবাড়িয়া থানার ওসি কে এম তারিকুল ইসলাম বিষযটি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, থানার এসআই মো. গোলাম মোস্তফা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আজ শনিবার আসামিদের আদালতে সোপর্দ করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন

ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু। ঈদুল আযহা উপলক্ষে চার দিনবিস্তারিত পড়ুন

সরাইলে ভূমিহীন পরিবারের মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪২ টি ভূমিহীন পরিবারের জন্য ভূমির দাবীতে মানববন্ধনবিস্তারিত পড়ুন