মরনের আগে বিদায় চুম্বন

সখী, ভাবনা কাহারে বলে।
সখী, যাতনা কাহারে বলে।
তোমরা যে বলো দিবস-রজনী ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’…
সখী, ভালোবাসা কারে কয়!
সে কি কেবলই যাতনাময়।
সে কি কেবলই চোখের জল?
সে কি কেবলই দুঃখের শ্বাস?
এখন তাদের কাছে ভালোবাসার মানে হয়তো এটাই। কিন্তু তারা কেউ কাউকে কোনোদিন কাঁদায়নি। একে অপরকে ছেড়ে যেতেও চায়নি। তারপরও একজনকে চলে যেতেই হচ্ছে। আর বিচ্ছেদের যন্ত্রণার মাঝেও ধরা পড়েছে তাদের সেই চিরন্তন ভালোবাসার ছবি। চীনের গুয়াংডং প্রদেশের দু’টি রাজহাঁসের ভালোবাসার মুহূর্তের সেই ছবিই এখন ভাইরাল।
দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের শেনঝেন প্রদেশের একটি গ্রাম। সেই গ্রামেই দু’টি রাজহাঁসের বাস। একসঙ্গেই বেড়ে উঠা। খেলেছে একই উঠানে। একদিনের জন্যও আলাদা থাকেনি। কিন্তু শেষমেশ একজনকে বিক্রি করে দেয়া হয় মানুষের খাবার হিসেবে। আর এই বিচ্ছেদমুহূর্তে একে অপরের দিকে ঠোঁট এগিয়ে দিল দুই সঙ্গী, যেন মরনের আগে বিদায় চুম্বন। একসময় আলাদা হয়ে গেল তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন