মরনের আগে বিদায় চুম্বন
সখী, ভাবনা কাহারে বলে।
সখী, যাতনা কাহারে বলে।
তোমরা যে বলো দিবস-রজনী ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’…
সখী, ভালোবাসা কারে কয়!
সে কি কেবলই যাতনাময়।
সে কি কেবলই চোখের জল?
সে কি কেবলই দুঃখের শ্বাস?
এখন তাদের কাছে ভালোবাসার মানে হয়তো এটাই। কিন্তু তারা কেউ কাউকে কোনোদিন কাঁদায়নি। একে অপরকে ছেড়ে যেতেও চায়নি। তারপরও একজনকে চলে যেতেই হচ্ছে। আর বিচ্ছেদের যন্ত্রণার মাঝেও ধরা পড়েছে তাদের সেই চিরন্তন ভালোবাসার ছবি। চীনের গুয়াংডং প্রদেশের দু’টি রাজহাঁসের ভালোবাসার মুহূর্তের সেই ছবিই এখন ভাইরাল।
দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের শেনঝেন প্রদেশের একটি গ্রাম। সেই গ্রামেই দু’টি রাজহাঁসের বাস। একসঙ্গেই বেড়ে উঠা। খেলেছে একই উঠানে। একদিনের জন্যও আলাদা থাকেনি। কিন্তু শেষমেশ একজনকে বিক্রি করে দেয়া হয় মানুষের খাবার হিসেবে। আর এই বিচ্ছেদমুহূর্তে একে অপরের দিকে ঠোঁট এগিয়ে দিল দুই সঙ্গী, যেন মরনের আগে বিদায় চুম্বন। একসময় আলাদা হয়ে গেল তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন