‘মাকে হত্যার পর ছেলের আত্মহত্যার চেষ্টা’
নগরীর বন্দর থানার একটি বাড়ি থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই বাড়ি থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় তার ছেলেকে। দুপুরে গোসাইলডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, পারিবারিক ঝগড়ার কারণে মাকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন তার ছেলে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুরে পুলিশ মা কুমকুম চৌধুরীর মরদেহ উদ্ধারের পাশাপাশি আহত ছেলে সৌমিত চৌধুরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন জানান, দুপুরে সৌমিত চৌধুরীর সঙ্গে তার মা কুমকুম চৌধুরীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রান্না ঘর থেকে বটি এনে মাকে জবাই করেন সৌমিত। এরপর সৌমিত ওই বটি দিয়েই আত্মহত্যার চেষ্টা করেন।
এই পুলিশ কর্মকর্তা জানান, উচ্চস্বরে ঝগড়ার শব্দ শুনে ছুটে আসে প্রতিবেশীরা। ততক্ষণে মারা গেছেন কুমকুম চৌধুরী। আর আত্মহত্যার চেষ্টার সময় সুমিতকে আটকাতে সক্ষম হন তারা।
এরপর পুলিশকে খবর দিলে তারা গিয়ে সৌমিতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমিত মাকে খুনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এক প্রশ্নের জবাবে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রতিবেশীরা ঝগড়ার বিষয়টি জানালেও মা ও ছেলের মধ্যে কী নিয়ে ঝগড়া হয়েছিল তা নিশ্চিত করতে পারেনি।
কুমকুম চৌধুরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। শিগগির তার ছেলে সৌমিতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন
পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক আমীর উদ্দিনকে অপসারণ ও লাঞ্ছনার বিষয়েবিস্তারিত পড়ুন
ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
মন্দিরের পাশেই কুঁড়েঘরে থাকতেন পুরোহিত স্বপন দে ও তাঁর স্ত্রীবিস্তারিত পড়ুন