মাটি খুড়ে তোলা হলো ডিম, ভেতর থেকে বের হলো জ্যান্ত মাছ!

মাটির খুড়ে তোলা হলো ডিম ভেতর থেকে বের হলো জ্যান্ত মাছ! এমন ঘটনাই ঘটেছে পশ্চিম আফ্রিকার এক মুরুভূমিতে।
মাছ ডিম পাড়ে পানিতে, সাধারণত পানিতেই সেই ডিম ফুটে বাচ্চা বের হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে শুকনো মাটির গভীরে ডিমটি ছিল অনেকদিন।
পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, শুকিয়ে যাওয়া মরুনদীর তলার মাটি থেকে একদল লোক ওই ডিমটি উদ্ধার করে। চামড়ার নরম আবরণটি ছিড়ে ফেলার পর দেখা যায় তার ভেতরে একটি জ্যান্ত মাছের বাচ্চা।
সামাজিক মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ক্লিপ এরই মধ্যে দেড় লাখ বার দেখা হয়েছে।
এদিকে প্রাণীবিদরা জানিয়েছেন, আজব ওই মাছটির নাম ওয়েস্ট আফ্রিকান লাংফিশ। এই প্রজাতির মাছ মাটির নিচে শীতনিদ্রা (হাইবারনেশন) দিয়ে টানা তিন বছর থাকতে পারে- খাদ্যগ্রহণ না করেই।
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন