মাদারীপুরে মুক্তিযোদ্ধার বাড়ীসহ দুটি জুয়ের্লাসের দোকানে ডাকাতি, আহত ৪

অজয় কুন্ডু, মাদারীপুর থেকে:
জেলার কালকিনি উপজেলার কয়রিয়া ইউনিয়নের এক মুক্তিযোদ্ধার বাড়ীসহ ২টি জুয়েলার্সের দোকানে ডাকাতি করে প্রায় ৪লক্ষ টাকা, ৭০ভরি স¦র্ণঅলংকার নিয়ে হাতিয়ে নিয়েছে বলে আভিযোগ পাওয়া গেছে। এসময় আহত হয় ৪জন। বুধবার গভির রাতে মোল্লারহাট রামারপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গভির রাতে একদল ডাকাত মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন মোল্লার বাড়ীতে ঢুকে ৩০ ভরি সোনা, নগদ ৬০হাজার টাকাসহ ৫টি দামি মোবাইল নিতে গেলে বাড়ীর লোকজন বাধা দিলে তাদের এলোপাতী ছুরি আঘাত করে। এতে ম্ুিক্তযোদ্ধাসহ আহত হয় তার পরিবারে লোকজন।
এরপর ওই রাতেই পাশের আলম গোল্ড ওয়ার্কসপ ও আলভি জুয়ের্লাসের দুটি দোকানে ডাকাতি করে এক দল ডাকাত। সেখান থেকে ৪০ ভরি সোনা, ১০০ ভরি রুপাসহ প্রায় ৩ লক্ষ টাকা নিয়ে যায়। এতে আহত মুক্তিযোদ্ধাসহ তার পরিবারে দুই কন্যা সিমু (২০), সৃতি(৩০) এছাড়াও আহত হয় মেয়ে জামাই মাসুম হাওলাদার। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা ঘটনার সত্যতা স¦ীকার করে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি এবং তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
মাদারীপুরের রাজৈররে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহতবিস্তারিত পড়ুন

দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের পঞ্চম শ্রেণির এক শিকার শিশু
দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে পঞ্চম শ্রেণির একবিস্তারিত পড়ুন

মাদারীপুরে পিতৃহীন এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানাধীন কর্নপাড়া গ্রামের পিতৃহীন এক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন