মাদ্রাসা বোর্ডে পাসের হার বেড়েছে ১ দশমিক ৫৬ শতাংশ

০১৬ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয় ১ নভেম্বর, শেষ হয় ১৯ নভেম্বর। আজ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মাদরাসা শিক্ষা বোর্ডে এবার অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৫৩ হাজার ৬৪৩ জন। পাস করেছে ৩ লাখ ৩২ হাজার ৪৭৯ জন। পাসের হার ৯৪ দশমিক শূন্য ২ শতাংশ।
গত বছর তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ১০ হাজার ৪৫৩ জন। গত বছর ছিল ৩ লাখ ৪৩ হাজার ১৯০ জন। গত বছর পাস করেছিল ৩ লাখ ১৭ হাজার ৩১২ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার ১ দশমিক ৫৬ শতাংশ বেশি।
এবছর জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৫২৯ জন। গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে ৩ হাজার ৭৬৮ জন। গত বছর জিপিএ-৫ ছিল ৮ হাজার ৭৬১ জন।
এবার শতকরা পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৩ হাজার ২০৩টি। গত বছরের তুলনায় এবার ৪১৯টি প্রতিষ্ঠানে শতকরা পাসের হার বেড়েছে। যা গত বছর ছিল ২ হাজার ৭৮৪ টি। গতবারের ন্যায় এবারও ২০টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি।
এবছর মাদ্রাসা বোর্ড থেকে জেএসসি ও জেডিসিতে অংশগ্রহণকারী মোট প্রতিষ্ঠান ছিল ৯ হাজার ৫৬টি। যা গত বছর ছিল ৯ হাজার ৮০টি। কমেছে ২৪টি। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ৭৩২টি। যা গত বছর ছিল ৭২৩ টি। বেড়েছে ৯টি।
এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন