মানবদেহের নতুন অঙ্গ আবিষ্কার, সবমিলিয়ে ৭৯টি হলো
আগে একে শুধু পাচনতন্ত্রের কয়েকটি খণ্ডিত কাঠামো মনে করা হত।
কিন্তু এখন বিজ্ঞানীরা উপলব্ধি করতে পেরেছেন, প্রকৃতপক্ষে এটি একটি একক এবং খণ্ডিত নয় বরং একটানা একটি অঙ্গ।
এটি প্রথম আবিষ্কার করেন লিমারিক বিশ্ববিদ্যালয় হাসপাতালের গবেষক জে ক্যালভিন কফি। তিনি বলেন, “যদিও এর কার্যকারিতা কী তা এখনো স্পষ্ট করে জানা যায়নি তথাপি এই আবিষ্কারের ফলে বিজ্ঞানের পুরোপুরি নতুন একটি ক্ষেত্রের দরজা খুলে গেছে। ”
তিনি বলেন, এই অঙ্গটির নিরিখে আমরা তলপেটের রোগগুলোকে শ্রেণিবিভক্ত করতে পারব।
আমরা এখন এর শারীরস্থান এবং কঠামো নির্ণয় করেছি। এরপর এর কার্যকারিতা নির্ণয় করা হবে। একবার যদি এর স্বাভাবিক কার্যকারিতা বুঝা যায় তাহলে এর অস্বাভাবিক কার্যকারিতাগুলোও বুঝা যাবে। আর তখন রোগ নির্ণয়ও সম্ভব হবে।
আর এগুলো সব একত্রিত করলে মেসেন্টারিক সায়েন্স প্রতিষ্ঠা পাবে।
গবেষণাটি প্রকাশিত হয়েছে, দ্য ল্যান্সেট নামের মেডিকেল জার্নালে।
এই অঙ্গটি তলপেটের পীড়ায় কী ভুমিকা পালন করে তা আবিষ্কার করতে পারলে নতুন চিকিৎসা পদ্ধতিরও উদ্ভাবন ঘটবে।
১৫০৮ সালে ইতালিয়ান সর্ববিদ্যা বিশারদ লিওনার্ডো দ্য ভিঞ্চি সর্বপ্রথম এই অঙ্গটির বিবরণ দেন। কিন্তু শতশত বছর ধরে এই অঙ্গটিকে অগ্রাহ্য করা হয়েছে।
এই অঙ্গটিসহ মানবদেহের মোট অঙ্গের সংখ্যা এখন ৭৯ টি হলো।
হৃদপিণ্ড, মস্তিষ্ক, লিভার, ফুসফুস এবং কিডনি এই পাঁচটি মানবদেহের প্রধান অঙ্গ। এই পাঁচটি অঙ্গই আমাদেরকে সুস্থ থাকতে সহায়তা করে। কিন্তু এছাড়াও আরো ৭৪টি অঙ্গ সহায়ক হিসেবে কাজ করে।
সূত্র: দ্য ইনডিপেনডেন্ট
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন