মানববন্ধন! স্কুলের মাঠ দখল করে ভবন নির্মাণ
নগরীর উপশহরে স্কুলের খেলার মাঠ দখল করে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন খেলোয়াড়রা।
রাজশাহী পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী কমিটির আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০টার থেকে ১২টা পর্যন্ত নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন করা হয়।
এতে খেলোয়াড়রা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী বলেন, ‘একের পর এক খেলার মাঠ দখল করে বহুতল ভবন নির্মাণ করায় ক্রমেই সংকুচিত হচ্ছে খেলার মাঠ।’
অবিলম্বে খেলার মাঠে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধের জোর দাবি জানান তিনি।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী কমিটির সভাপতি ও রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, শাহজাহান আলী বরজাহান, রাজশাহী নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, সচেতন নাগরিক কমিটির সদস্য মনিরা রহমান মিঠি, রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বেলার বিভাগীয় সমন্বয়ক তন্ময় সন্যাল, অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, তেল গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির জেলা আহ্বায়ক আবুল কালাম আজাদ, প্রগতিশীল নাগরিক জোটের সচিব আর্সানাল অপু, ইয়ং ক্রিকেট স্কুলের খেলোয়াড় উৎপল, জাতীয় পার্টির নেতা সালাহউদ্দিন মিন্টু, ভাস্কর্য শিল্পী আজমল হক সাচ্চু ও ক্রিকেট ট্রেইনার জামিলুর রহমান সাদ প্রমুখ।
মানববন্ধন থেকে আগামী দুই দিনের মধ্যে নির্মাণ কাজ বন্ধ করা না হলে রাজশাহীর সর্বস্তরের মানুষকে নিয়ে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
উল্লেখ্য, রাজশাহী নগরীর উপশহরে স্যাটেলাইট টাউন স্কুলের মাঠে শিক্ষা অধিদফতর বহুতল নির্মাণ কাজ শুরু করেছে। ইতোমধ্যে সেখানে পাইলিং ও ঢালায় শুরু হয়েছে। এ নিয়ে বেশ কিছুদিন থেকেই ক্ষোভের সৃষ্টি হয়েছে রাজশাহীর বিভিন্ন সামাজিক সংগঠন ও পেশাজীবীদের মধ্যে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
পদ্মায় গোসলে নেমে একসঙ্গে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার
রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার করছে ফায়ারবিস্তারিত পড়ুন