মানুষটি কতক্ষণ আগে মারা গেছে, কীভাবে বোঝা যায়?
প্রশ্ন : অনেক সময় তো এমন হয় যে একজন মানুষ কত দিন বা কত সময় আগে মৃত্যুবরণ করেছেন, এটি আপনারা বলে দেন। এটা কী করে করেন?
উত্তর : মৃত্যুর পর দেহের ওপর যে পরিবর্তনগুলো হয়, সেগুলো দেখে হয়। সেই পরিবর্তনের পর কিছু তাৎক্ষণিক পরিবর্তন হয়, যেমন—চোখের মণি স্ফীত হয়ে যাবে এবং নড়বে না। পালসেশন পাব না। মানে তিনি মৃত্যুবরণ করবেন। হার্টের শব্দ শুনতে পাই কি না, সেটি দেখি। শ্বাসের শব্দ আছে কি না, এগুলো শুনি। এরপর আমরা ব্লাডপ্রেশার মেশিন লাগাই, সেটি না পেলে বুঝি এই মানুষটা মারা গেছে।
প্রশ্ন : এই মানুষ কত সময় আগে মারা গেছেন, এটি বোঝার জন্য কী কী বিষয় দেখেন?
উত্তর : মৃত্যুর পর খিঁচুনির একটি বিষয় আছে, একে আমরা রাইগোমটিস বলি। সেটি মৃত্যুর এক থেকে দুই ঘণ্টা পর শুরু হয় এবং ১২ ঘণ্টা লাগে সমস্ত শরীরে হতে। এটি ১২ ঘণ্টা পর্যন্ত থেকে যায়। আবার ১২ ঘণ্টা লাগে শরীর থেকে চলে যেতে। ৩৬ ঘণ্টার ভেতর হলে এটি দিয়ে আমরা বুঝতে পারি।
প্রশ্ন : যদি এরও দেরি হয়ে যায়?
উত্তর : এর দেরি হয়ে গেলে শরীরে পচন ধরে। এরও আবার চারটা দিক আছে। সেই চারটা পর্যায়ের মধ্যে একটি হলো চামড়ার রঙের পরিবর্তন হয়। আরো কিছু পর্যায় শেষে গ্যাস তৈরি হয়। যখনই দুর্গন্ধ তৈরি হয়, তখন মাছি এসে পড়ে। এগুলো দেখে আমরা সময় নির্ধারণ করতে পারি।
সূত্র : এনটিভি
এই সংক্রান্ত আরো সংবাদ
ঈদের ছুটির পর বুধবার থেকে নতুন অফিস সময়সূচি
পবিত্র ঈদুল আজহার পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিতবিস্তারিত পড়ুন
সৌদিতে হজে বিভিন্ন দেশের ৫৫০ হাজির মৃত্যু
সৌদি আরবে এ বছর হজ পালনে গিয়ে কমপক্ষে ৫৫০ জনবিস্তারিত পড়ুন
ঈদে ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮ টি গবাদিপশু কোরবানি
এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪বিস্তারিত পড়ুন