মারামারি করতে করতে শুরু হয়ে গেল কামড়াকামড়ি
দক্ষিণ আমেরিকার পেরুর জনপ্রিয়তম টিভি শো ‘এস্তো এস গুয়েরা’, ইংরেজিতে অনুবাদ করলে যার মানে দাঁড়ায় ‘দিস ইজ ওয়ার’— ‘এটাই যুদ্ধ’। এই রিয়েলিটি শো’তে অংশ নিতে আসা নারী প্রতিযোগীদের বিকিনি পরিহিত অবস্থায় একে অপরের বিরুদ্ধে মারামারি করতে হয়।
বিশাল বড় পুলের উপর রোপ রয়েছে সারিবদ্ধভাবে। সেই দড়ির ওপর মারামারি করতে হবে দুই প্রতিদ্বন্দ্বীকে। মারামারি করার সময় যে পুলের পানিতে পড়ে যাবে, হার হবে তার-ই। তবে সাম্প্রতিককালে সবথেকে ভয়ানক ঘটনাটি ঘটে গেল কয়েকদিন আগেই।
এমনিতে পেরু সরকারের স্বাস্থ্যবিধি মেনে সরাসরি মারামারি করতে দেওয়া হয় না প্রতিযোগীদের। সামান্য ধাক্কাধাক্কি, ঠেলা দিয়ে প্রতিপক্ষকে পুলের জলে ফেলে দেওয়াই মুখ্য উদ্দেশ্য থাকে প্রত্যেকের। স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেককে লড়াইয়ের সময় একটি হেলমেটও পড়তে হয়।
তবে গত সপ্তাহেই এই স্বাস্থ্যবিধি শিঁকেয় উঠল। দুই প্রতিদ্বন্দ্বী সরাসরি একে অপরকে শারীরিকভাবে আহত করতে থাকেন। প্রথমে একজন অপরের হেলমেট খুলে দেয়। দ্বিতীয় জনও অপরের সামান্য আবৃত পোষাক উন্মুক্ত করে দেন। এরপরেই শুরু হয় কামড়া কামড়ি।
রেফারি বাঁশি বাজিয়েও কামড়া কামড়ি করা থেকে বিরত করতে পারেননি দুই প্রবল প্রতিপক্ষকে। প্রায় উলঙ্গ অবস্থায় তাঁরা যখন থামলেন, দু’জনের গায়েই একাধিক কামড়ের ক্ষত।
ঘটনাটি যতই খারাপ হোক না কেন, অনলাইনে এই ভিডিওর ক্লিপিংস ছড়িয়ে পড়ার থেকেই রিয়েলিটি শো’র টিআরপি সটান মগডালে। এমনকি ব্রিটিশ মুলুকেও এই রিয়েলিটি শোর অনুকরণে টিভি শো তৈরি করার দাবি উঠেছে। তাহলেই ভাবুন, কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ! সূত্র-এবেলা
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন