মাহমুদউল্লাহ কে নিয়ে যা বললেন নোবেল
দেশের মডেলিং জগতের সুপারস্টার তিনি, অভিনয় করেও পেয়েছেন সুখ্যাতি। তিনি অপ্রতিদ্বন্দ্বী মডেল ও অভিনয়শিল্পী আদিল হোসেন নোবেল। গতকাল বুধবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সেমিফাইনাল বাংলাদেশ-বনাম পাকিস্তানের খেলা গ্যালারিতে বসে দেখেছেন তিনি। খেলা দেখার অনুভূতি নিয়ে কথা বলেছেন নোবেল।
প্রশ্ন : গ্যালারিতে বসে বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলা কেমন উপভোগ করলেন?
উত্তর : অনেক বেশি ভালো ছিল গতকালের ম্যাচ। টানটান উত্তেজনা ছিল। দারুণ লেগেছে। শেষ ওভারের খেলার মুহূর্ত দীর্ঘদিন মনে রাখার মতো। আমরা জিতব কি জিতব না, এই নিয়ে ভয়ভীতি কাজ করেছিল।
প্রশ্ন : বাংলাদেশের কোন ক্রিকেটারের খেলা আপনার ভালো লাগে ?
উত্তর : নির্দিষ্ট করে বলা কঠিন। আলাদাভাবে বলতে গেলে বিশেষ কারো নাম বলতে পারব না। সবার খেলা ভালো লাগে। ক্রিকেটে তো ম্যাচ ফিনিশিং বিশাল ব্যাপার। গতকালের খেলায় মাহমুদউল্লাহ সেটা করে দেখিয়েছেন। অসাধারণ খেলেছেন মাহমুদউল্লাহ। অথচ মাহমুদউল্লাহকে নিয়ে আমরা অনেক সময় অনেক নেতিবাচক কথা বলেছি। মাহমুদউল্লাহকে লাভলি পারসন বলতেই হয়। কারণ, খেলার শেষ পর্যায়ে মাহমুদউল্লাহ ভালোভাবে বুঝতে পেরেছিলেন, তিনি ছাড়া আর কেউ ব্যাটসম্যান নেই। ১৫ বলে ২২ রানের দারুণ ইনিংস খেলেছেন তিনি।
প্রশ্ন : মাঠে গিয়ে খেলা দেখার সময় কি আপনার হয়?
উত্তর : মন থেকে চাইলেও সব খেলা দেখা সম্ভব হয় না। তবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো মাঠে গিয়ে সরাসরি দেখার চেষ্টা করি আমি।
প্রশ্ন : সব সময় বিশেষ দিনের নাটকে অভিনয় করেন। এখন ব্যস্ততা কী নিয়ে?
উত্তর : সামনে বেশ কিছু ঈদের নাটকে কাজ করব। আপাতত এই খবরই আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন