মিরপুরে নিহত ‘জঙ্গি’র দেহে ৯টি গুলি লেগেছে

মিরপুরে ‘জঙ্গি আস্তানা’য় নিহত জেএমবির সামরিক শাখা প্রধান মেজর মুরাদের দেহে মোট ৯টি গুলির চিহ্ন পাওয়া গেছে। এরমধ্যে মাথায় ৩টি এবং সারা শরীরে ৬টি গুলির চিহ্ন পাওয়া গেছে। গুলির বুলেটের আঘাতেই তার মৃত্যু হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ৩টায় মরদেহের ময়নাতদন্ত শেষ করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি জানান, তার দেহে গুলির চিহ্ন পাওয়া গেলেও শরীরে কোন বুলেট পাওয়া যায়নি। সবগুলো বুলেটই শরীর ভেদ করে বের হয়ে গেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, তাকে (মুরাদ) দূর থেকে গুলি করা হয়েছে।
ডা. সোহেল মাহমুদ আরও জানান, ডিএনএ প্রোপাইলিংয়ের জন্য নিহতের চুল, ইউরিন, থাই মাসল সংরক্ষণ করা হয়েছে। শক্তিবর্ধক কোন ওষুধ সেবন করেছিল করেছিল কি-না তা পরীক্ষার জন্য ভিসেরা ও রক্ত সংগ্রহ করা করা হয়েছে। দু্’সপ্তাহ পর তার ভিসেরো রিপোর্ট পাওয়া যাবে বলে জানান তিনি।
এর আগে বেলা ১টা ৫০ মিনিটে মুরাদের মরদেহের ময়নাতদন্ত শুরু করেন ডা. সোহেল মাহমুদ।
শুক্রবার পুলিশের অভিযানে নিহত মুরাদের লাশ রাত পৌণে ৩টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।
উল্লেখ্য, মিরপুরে রূপনগর আবাসিক এলাকায় ৩৩নং রোডের একটি বাসায় ‘জঙ্গি আস্তানা’র সন্ধান পেয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে জেএমবির সামরিক শাখার প্রধান মুরাদ নিহত হন। এ সময় চার পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন- রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলাম, পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির, উপপরিদর্শক (এসআই) মোমিনুর ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বোখারী ।
শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে এ অভিযান পরিচালিত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন