মুন্সীগঞ্জে বিএনপির মিছিলে লাঠিচার্জ, আহত ১০
মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে খালেদা জিয়ার জন্মদিন পালনের মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আয়োজিত বিক্ষোভ মিছিল এ লাঠিচার্জ করা হয়। এতে বিএনপির ১০ নেতা-কর্মী আহত হন। আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করতে চাইলে পুলিশ বেধড়ক লাঠিচার্জ শুরু করে। এতে দলীয় ১০ নেতাকর্মী আহত হন।
আহতরা হলেন-বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব চেয়ারম্যান, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুব হাসান সোহাগ প্রমুখ।
সোহাগকে বেধড়ক লাঠিপেটা করে পুলিশ আটক করে নিয়ে যায়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় নেতারা জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীরা পার্টি অফিসে এসে জড়ো হতে থাকেন। সেখান থেকে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ লাঠিচার্জ শুরু করে।
তবে মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. মফিজুর রহমান লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করে বলেন, পুলিশের পক্ষ থেকে কোন লাঠিচার্জ করা হয়নি। দলীয় কার্যালয়ে তাদের সমাগম বেশি থাকায় আমরা অবস্থান করি। পরে আমাদের উপস্থিতি দেখে তারা বিভিন্ন স্থানে চলে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
হঠাৎ বাস বন্ধ, বিপাকে যাত্রীরা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ড থেকে আজ সববিস্তারিত পড়ুন
স্বামীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় পদ্মার চরে এক গার্মেন্টস কর্মীকেবিস্তারিত পড়ুন
ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসের হাট এলাকার চাচাতো ভাইয়েরবিস্তারিত পড়ুন