মুন্সীগঞ্জে মাজারের সিলগালা খুলে দেওয়ার দাবীতে মানববন্ধন
আব্দুলহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
দুই শত বছর আগে গড়ে উঠা মুন্সীগঞ্জ সদরের মীরকাদিম পৌরসভার মীরাপাড়া এলাকার মীর সাহেবের মাজারের সিলগালা খুলে দেওয়ার দাবীতে বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে মানববন্ধন করা হয়েছে।
পৃথক দুইটি পরিচালনা কমিটির বিরোধের জের ধরে বুধবার সকালে সদর উপজেলার ইউএনও সুরাইয়া জাহান মাজারটি সিলগালা করেন। একদিন পর বৃহস্পতিবার সকালে মাজারের সামনে সিপাহী-রিকাবী সড়কে মাজারের ভক্তবৃন্দ মানববন্ধন রচনা করেন।
এলাকাবাসীর ব্যানারে বেলা ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এ মানববন্ধনে অংশ নেয় ৪০-৫০ জন ভক্ত। আগের দিন বুধবার মাজারটি সিলগালা করে দেওয়া প্রসঙ্গে ইউএনও সুরাইয়া জাহান জানান, মাজার ঘিরে দুইটি পক্ষ রয়েছে।
ওই দুই পক্ষের মধ্যে সংঘাতের আশংকায় মাজারটি সিলগালা করা দেওয়া হয়েছে। মাজারের ভেতর ৩ বস্তাভর্তি টাকা-পয়সা রয়েছে। মাজারের মোতয়াল্লী হাজি মো: সফি উদ্দিন আহাম্মেদের দাবী- কমিটির ঝামেলার বিষয় উচ্চ আদালতে বিচারাধিন , এই ব্যাপারে জানার পরে ইউ এন ও মাজার সীলগালা করে দিয়ে আইন অবমাননা করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
হঠাৎ বাস বন্ধ, বিপাকে যাত্রীরা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ড থেকে আজ সববিস্তারিত পড়ুন
স্বামীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় পদ্মার চরে এক গার্মেন্টস কর্মীকেবিস্তারিত পড়ুন
ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসের হাট এলাকার চাচাতো ভাইয়েরবিস্তারিত পড়ুন