শনিবার, মে ১৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

মুশফিককে নিয়ে দুশ্চিন্তায় হাথুরুসিংহে

বেশ কিছুদিন ধরেই মুশফিকুর রহিমের ব্যাটে রানখরা। গত মাসে পাকিস্তানের টি-টোয়েন্টি টুর্নামেন্ট পিএসএলে জ্বলে উঠতে পারেননি। এশিয়া কাপে তিন ম্যাচ খেললেও রানের দেখা পাননি। দলের অন্যতম সেরা ব্যাটসম্যানের ফর্মহীনতায় বেশ উদ্বিগ্ন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

পিএসএলে করাচি কিংসের হয়ে খেলেছিলেন মুশফিক ও সাকিব আল হাসান। সাকিব শুরু থেকে খেললেও মুশফিক মাঠে নেমেছেন বেশ দেরিতে। তবে সুযোগ তেমন কাজে লাগাতে পারেননি বাংলাদেশের টেস্ট অধিনায়ক। তিন ম্যাচ খেলে করেছিলেন ৪৯ রান।

এশিয়া কাপেও এখন পর্যন্ত মুশফিক ব্যাট হাতে অনুজ্জ্বল। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ১৬ রানে অপরাজিত থাকলেও পরের দুই ম্যাচেই তিনি ব্যর্থ। আরব আমিরাত আর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচেই তাঁর ব্যাট থেকে এসেছে চার রান করে। এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে রানআউট হয়েছেন হাস্যকরভাবে।

বাংলাদেশ দুটি ম্যাচে জিতলেও মুশফিকের পারফরম্যান্স নিয়ে উদ্বেগ লুকিয়ে রাখতে পারেননি হাথুরুসিংহে। সংবাদমাধ্যমের সামনে বাংলাদেশের শ্রীলঙ্কান কোচের মন্তব্যেই তা পরিষ্কার, ‘তার ফর্ম আসলেই এখন দুশ্চিন্তার বিষয়। কারণ, সে আমাদের দলের অন্যতম সেরা পারফরমার। আশা করি, সে এগিয়ে এসে পরের ম্যাচগুলোতে ভালো খেলবে। আপনারা তো ভালোমতোই জানেন, তার কতটা ক্ষমতা আছে।’

এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে, বিশেষ করে ব্যাট হাতে সাকিবের পারফরম্যান্সও তেমন ভালো ছিল না। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই জ্বলে ওঠা সাকিবের নৈপুণ্য বড় অবদান রেখেছে বাংলাদেশের জয়ে। গত রোববারের ম্যাচে দলের সেরা তারকার পারফরম্যান্স নিয়ে হাথুরুসিংহে উচ্ছ্বসিত, ‘সাকিব খুব ভালো খেলেছে। আগের ম্যাচে সে সাব্বিরের সঙ্গে দারুণ একটা জুটি গড়েছে। এর পর বুদ্ধিদীপ্ত বোলিং করে তিলকারত্নে দিলশান আর শেহান জয়াসুরিয়ার মূল্যবান দুটি উইকেট নিয়েছে। অ্যাঞ্জেলো ম্যাথিউসের ক্যাচও দুর্দান্তভাবে নিয়েছে সে। সব মিলিয়ে সে ভালোই করছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ রানে তিন উইকেট হারানোর পর সাকিব-সাব্বিরের ৮২ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েই ভালো সংগ্রহ গড়েছে বাংলাদেশ। ৩৪ বলে ৩২ রান করার পর চার ওভারে ২১ রানের বিনিময়ে দুই উইকেট নিয়েছেন সাকিব। পাশাপাশি শ্রীলঙ্কার অধিনায়ক ম্যাথিউসের দর্শনীয় ক্যাচ তো ছিলই।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব

তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলকবিস্তারিত পড়ুন

নিরাপদে যুক্তরাষ্ট্রে পৌঁছালো বাংলাদেশ দল

টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছাছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদেরবিস্তারিত পড়ুন

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাস্ট্রে অনুষ্ঠেয়  আইসিসি পুরুষ টি-টোয়েন্টিবিস্তারিত পড়ুন

  • তাসকিন যাচ্ছেন যুক্তরাষ্ট্র
  • দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা
  • মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি
  • মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস
  • তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই