মেডিকেল ভর্তি কোচিং বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
মেডিকেল ভর্তি কোচিং সেন্টার উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ বুধবার দুপুর ২টায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
নাসিম বলেন, মেডিকেলের ভর্তি কোচিংকে কেন্দ্র করে পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁসের গুজবসহ নানা ধরনের বিতর্ক সৃষ্টি হয়। এ কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী আরো বলেন, মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে বিতর্ক সৃষ্টি করে অথবা এর মাধ্যমে ফায়দা লোটার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাসচিব উপস্থিত ছিলেন।
পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণের বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, প্রশ্নপত্র ছাপানো, সংরক্ষণ এবং বিতরণ প্রতিটি ক্ষেত্রেই বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ছাপানোর পুরো বিষয়টিই থাকবে সিসিটিভির আওতায়। একটি কমিটিই এই সিসিটিভি বিতরণ করবে। পরীক্ষাপত্র ছাপানো এবং সংরক্ষণের সঙ্গে যুক্তদের কাছে কোনো মোবাইল ফোন, ক্যামেরাসহ কোনো যন্ত্র তাঁদের সঙ্গে থাকবে না।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরো বলেন, প্রশ্নপত্র পাঠানো হবে সিলগালা করা ট্রাংকে। এর ভেতরে থাকবে বৈদ্যুতিক যন্ত্র, নির্দিষ্ট সময়ের আগে ট্রাংক খোলা হলে এটি সংকেত পাঠাবে। যে সংকেত পাবে ভর্তি পরীক্ষাবিষয়ক বিশেষ কমিটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন