শুক্রবার, মে ১৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

মেধাবী ছাত্রদের নেশাগ্রস্ত করে জঙ্গি বানানো হচ্ছে : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘আমাদের দেশের মেধাবী ছাত্ররা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। মেধাবী শিক্ষার্থীদের প্রথমে মাদক দিয়ে নেশাগ্রস্ত করা হয়। মাদকাসক্ত হওয়ার পরে তাদের বোঝানো হয়, তোমরা বেহেশতে যাবা। এই বেহেস্ত দেখিয়ে, নেশাগ্রস্ত করে মেধাবী ছাত্রদের জঙ্গি বানানো হচ্ছে।’

আজ শুক্রবার বিকেলে ঝালকাঠির নলছিটির কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ‘জঙ্গিবাদ শুধু সরকারের বিরুদ্ধে নয়, এর ভুক্তভোগী হচ্ছে সবাই। এটা কারোর জন্যই মঙ্গল বয়ে আনবে না। যদি কেউ মনে করে থাকে জঙ্গিবাদের কারণে কারো উপকার হবে, এটা সম্পূর্ণ ভুল। এর আগে যারা জঙ্গিবাদ সৃষ্টি করেছিল, তারাও রেহাই পায়নি। এখন যারা দেশের বিভিন্ন স্থানে জঙ্গিবাদ সৃষ্টি করছে, তারাও রেহাই পাবে না। সন্ত্রাসী লাদেনেরও কিন্তু শেষ রক্ষা হয়নি।’

মুক্তিযুদ্ধের বিপক্ষের ব্যক্তি শাহ আজিজকে জিয়াউর রহমান প্রধানমন্ত্রী করেছিলেন মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, ‘শাহ আজিজ কে ছিলেন, তাঁর পরিচয় কী? মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় তিনি জাতিসংঘে গিয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষে ভাষণ দিয়েছিলেন। একজন বাঙালি নেতাকে দিয়ে সেদিন পাকিস্তান বলিয়েছিলে বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধ নেই। সেই বিতর্কিত লোককে জিয়াউর রহমান প্রধানমন্ত্রী করেছিলেন। এভাবেই বিএনপি দেশে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে জায়গা দিয়েছে।’

একুশ বছর ক্ষমতার বাইরে থেকেও আওয়ামী লীগ পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেনি দাবি করে শিল্পমন্ত্রী আরো বলেন, ‘২০১৪ সালের নির্বাচনের পরই বিএনপি-জামায়াত মানুষ হত্যা করে আসছে। সেই অপশক্তি আবার ২০১৫ সালেও আগুন দিয়ে এবং পেট্রলবোমা মেরে নৃশংস হত্যাকাণ্ডে লিপ্ত রয়েছে। কৌশল পাল্টেই অপশক্তিগুলো বারবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীরা কখনোই রেহাই পাবে না।’

নলছিটি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার মুজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুস লস্কর, এপিপি এম আলম খান কামাল ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম জাকির।

শিল্পমন্ত্রী এর আগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত ১৬০ জনকে গৃহনির্মাণের জন্য এক বান করে টিন ও তিন হাজার টাকা দেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত টিন ও টাকা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদা।

এই সংক্রান্ত আরো সংবাদ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তনবিস্তারিত পড়ুন

দেশের জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারেরবিস্তারিত পড়ুন

আওয়ামী লী‌গ ভিসানীতির পরোয়া করে না : ওবায়দুল কাদের

মার্কিন স্যাংশন, ভিসানীতি আওয়ামী লী‌গ এগু‌লো পরোয়া করে না মন্তব‌্যবিস্তারিত পড়ুন

  • কমরেড রনো চির জাগরূক থাকবেন
  • বিএনপি আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা 
  • মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ
  • উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ: রিজভী
  • আহসানউল্লাহ মাস্টার হত্যা স্বাধীনতা বিরোধীদের নীলনকশার অংশ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
  • পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব গেছেন মির্জা ফখরুল
  • ড. ইউনূসসহ ১৪ জনের জামিন 
  • সব পন্থি সরকারের হাত থেকে মুক্তি চায়: ফখরুল
  • মে দিবস হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে শপথের দিন : জিএম কাদের
  • প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন 
  • হেফাজত নেতা মামুনুল হক মুক্তি পেতে যাচ্ছেন