যাঁরা সিদ্ধান্ত নিতে পারেন না, তাঁদের কী হয়?

আপনি কি সেই সব মানুষের মতোই একজন, যাঁরা কিনা সহজে সিদ্ধান্ত নিতে পারেন না? যদি আপনি সব সময়ই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, সিদ্ধান্ত নিতে দীর্ঘ সময় পার করেন, তাহলে বুঝবেন আপনি ভয়াবহ মানসিক সমস্যায় ভুগছেন। এ ক্ষেত্রে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না, যদি আপনি নিজে নিজেকে সাহায্য না করেন। যাঁরা সিদ্ধান্ত নিতে পারেন না, তাঁদের ওই সময়টাতে কী হয় তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে আইডিভা ওয়েবসাইটে। তালিকাটি দেখার পর সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আপনার জন্য সহজ হয়ে যেতে পারে।
১. সামান্য একটি সিদ্ধান্ত নিতে ঘণ্টার পর ঘণ্টা পার করে দিচ্ছেন। ভালো করে খেয়াল করুন তো, বিষয়টিতে এতটা সময় নষ্ট করার প্রয়োজন আছে কি না!
২. সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টির খুঁটিনাটি সব কিছু নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন। অনেক ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্তও অনেক সময় ভুল হয়। তাই এত চিন্তা করার কিছু নেই।
৩. সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি খাওয়ার কথাও ভুলে যান। এ বিষয়টি অনেকেরই ক্ষেত্রে ঘটে। আপনার ক্ষেত্রেও এমনটা হচ্ছে না তো?
৪. অনেকে সিদ্ধান্ত নিতে না পেরে ডায়েরিতে লিখে রাখে। যাতে সে ভুলে না যায়। এটা খুবই বাজে একটা অভ্যাস। এর মানে সমস্যাটির সমাধান আপনি করতে চাচ্ছেন না।
৫. বেশি চিন্তা করার কারণে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। এর ফলে বিষণ্ণতায় ভুগে থাকেন।
৬. অনেক সময় সিদ্ধান্ত না নেওয়ার কারণে দুটো বিষয়ই আপনি ধরে রাখেন। এর ফলে একটা সময় আপনি অনেক বড় বিপদের সম্মুখীনও হতে পারেন।
৭. সিদ্ধান্ত নিতে না পারার কারণে অনেক সময় আপনাকে ততটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। এটা আপনার ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলে। কাজেই সিদ্ধান্ত দ্রুত নিন। সিদ্ধান্ত নেওয়া ভুল হলে সেখান থেকে শিক্ষা নিন, এতে ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে আপনার সুবিধা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন