যার জন্য জান্নাতে ঘর নির্মাণের নির্দেশ দেন মহান আল্লাহ
আল্লাহ যা করেন, বান্দার কোনো না কোনো ভালোর জন্যই করেন। অনেক সময় দেখা যায় সন্তান জন্ম নিতে না নিতেই মারা যায়। বাবা-মা তখন ভেঙে পড়েন। ধৈর্যহারা হয়ে কান্নাকাটি করতে থাকেন। কিন্তু না, তখন ভেঙে পড়া যাবে না। নিজেকে শক্ত রাখতে হবে। ধৈর্য ধারণ করতে হবে। ধরে নিতে হবে নিশ্চয় কোনো কোনো ভালোর জন্যই আল্লাহ সন্তান নিয়ে গেছেন। কেননা, হতে পারতো এ সন্তান বড় হয়ে খারাপ কাজ করবে। মা-বাবার অসম্মান হয় এমন কিছু করবে। তাই এসব করার আগেই তিনি সন্তানের মৃত্যু দিয়ে টেনশনমুক্ত করেছেন পিতা-মাতাকে। অতএব, সন্তানের মৃত্যুর খবর শোনে কান্নাকাটি বা কাউকে দোষারোপ না করে আল্লাহর প্রসংসা করা উচিত। হাদিসে আছে কোনো বান্দা যদি সন্তানের মৃত্যুর সংবাদ শোনে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা-জিউন’ পড়ে, আল্লাহ তখন নিজে ফেরেশতাদের বলেন, ‘এই বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো।’
আরবি হাদিস : وَعَنْ أَبي مُوسَى رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ ﷺ، قَالَ
إِذَا مَاتَ وَلَدُ العَبْدِ، قَالَ اللهُ تَعَالَى لِمَلائِكَتِهِ: قَبَضْتُمْ وَلَدَ عَبْدِي ؟ فَيَقُولُونَ: نَعَمْ . فَيَقُولُ: قَبَضْتُمْ ثَمَرَة فُؤَادِهِ ؟ فَيَقُولُونَ: نَعَمْ . فَيَقُولُ: مَاذَا قَالَ عَبْدِي ؟ فَيَقُولُونَ: حَمِدَكَ وَاسْتَرْجَعَ . فَيَقُولُ اللهُ تَعَالَى: ابْنُوا لِعَبْدِي بَيْتاً فِي الجَنَّةِ، وَسَمُّوهُ بَيْتَ الحَمْدِ গ্ধ. رواه الترمذي،
বাংলা অর্থ : হজরত আবু মুসা রা. হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দার সন্তান মারা যায়, আল্লাহ ফিরিশতাদেরকে বলেন, তোমরা আমার বান্দার সন্তানের প্রাণ নিয়েছ? তাঁরা বলেন, হ্যাঁ। অতঃপর আল্লাহ বলেন, তোমরা তার অন্তরের ফল কেড়ে নিয়েছ? তাঁরা বলেন, হ্যাঁ। তারপর তিনি বলেন, আমার বান্দা কী বলেছে? তাঁরা উত্তরে বলেন, সে তোমার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা-জিউন পড়েছে। আল্লাহ তায়ালা বলেন, তোমরা আমার বান্দার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ কর এবং তার নাম রাখ ‘প্রসংশা গৃহ’।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঈদের ছুটির পর বুধবার থেকে নতুন অফিস সময়সূচি
পবিত্র ঈদুল আজহার পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিতবিস্তারিত পড়ুন
সৌদিতে হজে বিভিন্ন দেশের ৫৫০ হাজির মৃত্যু
সৌদি আরবে এ বছর হজ পালনে গিয়ে কমপক্ষে ৫৫০ জনবিস্তারিত পড়ুন
ঈদে ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮ টি গবাদিপশু কোরবানি
এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪বিস্তারিত পড়ুন