যুবরাজের বিয়েতে আমন্ত্রণই জানানো হয়নি ধোনিকে। কারণ কী জেনে নিন
দেশের বিখ্যাত মানুষরা যুবির বিয়েতে হাজির থাকলেও দেশের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে কি দেখা যাবে? গোটা দেশ এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে।বিয়ের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে এসেছেন যুবরাজ সিংহ।
তাঁর বিয়েতে দেশের ‘হুজ হু’রা উপস্থিত থাকবেন বলেই মনে করা হচ্ছে।দেশের বিখ্যাত মানুষরা যুবির বিয়েতে হাজির থাকলেও ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে কি দেখা যাবে? গোটা দেশ এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে।
দেশের কয়েকটি সংবাদসংস্থার খবর অনুযায়ী, যুবরাজের বিয়েতে হাজির থাকবেন না রাঁচির রাজপুত্র।গোটা দেশ তাকিয়ে যুবরাজের বিয়ের দিকে। যুবরাজের সঙ্গে বিয়ে হচ্ছে বলিউড়ের অভিনেত্রী হ্যাজেল কিচের।৩০ নভেম্বর অর্থাৎ আগামীকাল বুধবার যুবির বিয়ে। যুবরাজের বাবা যোগরাজ সিংহ আগেই জানিয়ে দিয়েছেন, তিনি যুবরাজের বিয়েতে কেবল একদিন উপস্থিত থাকবেন। বাকি দিনগুলো তিনি আর হাজির থাকতে পারবেন না।
নিন্দুকেরা অবশ্য এর মধ্যে অন্য গন্ধ পাচ্ছেন। সমালোচকদের বক্তব্য, যুবরাজের মা শবনমের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে যোগরাজের। যুবির বাবা দ্বিতীয়বার বিয়েও করেছেন। ছেলের বিয়েতে শবনমের সঙ্গে সাক্ষাৎ হলে অস্বস্তিতে পড়তে পারেন দু’ জনই, সেই কারণেই নাকি নিজেকে সরিয়ে রাখছেন যোগরাজ। এমনটাই বক্তব্য সমালোচকদের।
যোগরাজ যেমন নিজেকে স্বেচ্ছায় সরিয়ে নিচ্ছেন ছেলের বিয়ে থেকে। তেমনি ভারতের সফলতম অধিনায়ক ধোনিকেও দেখা যাবে না ভারতের বাঁ হাতি অলরাউন্ডারের বিয়েতে। সংবাদসংস্থার খবর অনুযায়ী, ধোনিকে আমন্ত্রণই জানানো হয়নি যুবির বিয়েতে। কারণটা আর কিছু নয়। দুই ক্রিকেটারের সম্পর্ক।
ক্রিকেটমহলে প্রচলিত রয়েছে, ধোনির সঙ্গে যুবির সম্পর্ক ভাল নয়। ধোনির দলে জায়গা না-পেলেই যোগরাজ আক্রমণ করে বসতেন ধোনিকে। অস্বস্তিতে পড়ে যেতেন স্বয়ং যুবি। এই যখন দু’ জনের সম্পর্ক তখন যুবির শুভ পরিণয়ে যে আমন্ত্রিত হবেন না ভারতের সফলতম অধিনায়ক এ তো জানা কথাই।-এবেলা
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন