রবিবার, মে ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

যে দুই নেয়ামতের ব্যাপারে মানুষ ধোঁকায়

মানুষের জীবনের গুরুত্বপূর্ণ নেয়ামত হলো সুস্থতা ও অবসর। মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে; যখন ব্যস্ততায় জড়িয়ে যায়, তখনই বুঝে এই দুটি কত বড় নেয়ামত। সুস্থ অবস্থায় আমরা মনে করি সারা জীবন সুস্থই থাকব। আর আমরা ভাবি অবসর বুঝি সারা জীবনই পাব। এই দুটি নেয়ামতের ব্যাপারে আমরা চরম ধোঁকার মধ্যে আছি। অথচ জীবনের অনেক অর্জন জড়িয়ে আছে নেয়ামত দুটির মধ্যে। হাদিসে রাসুল (সা.) বলেছেন, মহান আল্লাহর দুটি বিশাল নেয়ামত রয়েছে, যেগুলোর ব্যাপারে মানুষ ধোঁকায় পড়ে আছে। তারা মনে করে, নেয়ামত দুটি তাদের কাছে সর্বদা থাকবে। নেয়ামত দুটি হলো সুস্থতা ও অবসর।

আমরা আল্লাহর অসংখ্য নেয়ামত ভোগ করছি। প্রতিটি মুহূর্তে আল্লাহ আমাদের নেয়ামত দিয়ে যাচ্ছেন। প্রতিটি নেয়ামতের হক হলো এর কদর করা; কৃতজ্ঞতা আদায় এবং উপুক্ত স্থানে তা ব্যয় করা। মানুষ প্রতিটি নেয়ামতের ক্ষেত্রে এ তিনটি হক আদায় করলে দুনিয়াতে সাফল্য ও আখেরাতে মুক্তি অর্জনে সক্ষম হবে। মানুষের স্বভাব হলো, সুস্থতার প্রমাদ গুনে নেক কাজকে পেছনে ঠেলে দেন, ‘আজ-কাল’ করে করে ধর্ম-কর্ম ছেড়ে দেয়-সেই সুস্থতা একদিন দূরে সরে যায়। মানুষ তখন অসুস্থ হয়ে পড়ে। ফলে নেক কাজ করার সুযোগ থাকে না। অবসরের বেলায়ও একই কথা। এই সুযোগটাও মানুষ হাতছাড়া করে ফেলে। কাল-পরশুর কথা বলে মানুষ নেক কাজ নিয়ে টালবাহানা করে। এমনকি এক সময় সে নানা ঝামেলায় জড়িয়ে যায়। ফলে নেক কাজ করার সুযোগ হারিয়ে ফেলে।

তাই রাসুল (সা.) বলেছেন, আল্লাহর বান্দারা! তোমরা সুস্থতা নামক নেয়ামতটির কদর কর। তাকে সঠিকভাবে কাজে লাগাও। অনুরূপভাবে অবসর সময়গুলোকেও নষ্ট কর না। এই নেয়ামতেরও কদর কর। তাহলে তোমরা ধোঁকা থেকে বেঁচে যাবে। অন্যথায় নেক কাজ নিয়ে এভাবে টালবাহনা করতে করতে একদিন রোগ-বালাই তোমার ওপর চড়াও হবে। তারপর তোমার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। তখন আক্ষেপ করবে যে, আহা! যদি যৌবনে, সুস্থ অবস্থায়, অবসর সময়গুলোতে কিছু কাজ করতাম এবং আখেরাতের জন্য কিছু পুঁজি যদি সঞ্চয় করতাম! যারা বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, তারা বোঝেন যৌবনের কী দাম। যারা নানা রোগে আক্রান্ত তারা জানেন সুস্থতা কত বড় সম্পদ। যারা দুনিয়া থেকে চলে গেছেন তারা বোঝেন জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগানোর প্রয়োজন কত বেশি ছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাষ্ট্রধর্ম সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়

দীর্ঘদিন পর সুপ্রিমকোর্ট রায় দিয়েছেন, রাষ্ট্রধর্ম সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়।বিস্তারিত পড়ুন

হজযাত্রীদের নিয়ে ঢাকা ছাড়ল ফ্লাইট

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে বৃহস্পতিবার (৯ মে) থেকে।বিস্তারিত পড়ুন

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব গেছেন মির্জা ফখরুল

পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব গেছেন বিএনপি মহাসচিব মির্জাবিস্তারিত পড়ুন

  • সৌদি আরব যেকোনো ভিসায় করা যাবে ওমরাহ!
  • রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট
  • ঈদ সালামি কি জায়েজ?
  • শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার
  • জাতীয় ঈদগাহে পাঁচ স্তরের নিরাপত্তার কথা জানালো ডিএমপি কমিশনার
  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বিশ্ববাসীকে ঈদের শুভেচ্ছা ফিলিস্তিনিদের
  • যেভাবে টানা ৬ দিনের ছুটি মিলতে পারে ঈদুল ফিতরে
  • রাস্তায় ইফতার করলেন ডিএমপি কমিশনার
  • যেসব অঞ্চলে আজ থেকে রোজা শুরু
  • রমজান মাসে কম দামে পাওয়া যাবে মাছ ও মাংস
  • পবিত্র রমজান মাস কবে শুরু, জানা যাবে সোমবার
  • একই নিয়মে সব মসজিদে তারাবি পড়ার আহ্বান