রশিদের ১ উইকেটের মূল্য ২৪ লক্ষ টাকা!

এর আগে কখনো কোনো আফগানিস্তানের ক্রিকেটের খেলেন নি ভারতের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগ আইপিএলে। এবারেই প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন আফগানিস্তানের ক্রিকেটার- মোহাম্মদ নবী ও রশিদ খান। নিলামে রেকর্ড দামে কেনা হয়েছিলো রশিদ খানকে। নিলামে রশিদ খানের ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ ভারতীয় রুপি। কিন্তু ৫ কোটি রুপিতে রশিদকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। এতো বিপুল পরিমাণ অর্থ দিয়ে কেনার ফলে রশিদের উইকেট প্রতি গড় হয়েছে বিস্ময়কর!
রশিদকে এতো মূল্যে কেনার জন্য অনেক সমালোচনায় পড়তে হয়েছিল হায়দরাবাদকে। কিন্তু সমালোচনার জবাব ভালো মতোই দিচ্ছেন এই লেগস্পিনার। ১৯ বছর বয়সী রশিদ খান আইপিএলে নিজের প্রথম ম্যাচ থেকেই বল হাতে বিস্ময় দেখিয়েই যাচ্ছেন।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো রশিদ খানের এখন পর্যন্ত পারফরম্যান্স ও উইকেটপ্রতি অর্থের একটা হিসাব করেছে। আইপিএলের ২১তম ম্যাচ পর্যন্ত ৯ টি উইকেট নিয়েছেন রশিদ খান। যেখানে তার প্রতি উইকেটের মূল্য আসে বাংলাদেশি টাকায় প্রায় ২৪ লক্ষ!
আইপিএলে এখন পর্যন্ত ৭ টি ম্যাচ খেলেছেন এই আফগানিস্তানের ক্রিকেটার। উইকেট পেয়েছেন ১০ টি। সেরা উইকেট শিকারির তালিকায় আছেন পাঁচ নাম্বারে। এক নম্বরে আছেন রশিদের হায়দরাবাদ সতীর্থ ভুবনেশ্বর কুমার। তার উইকেট সংখ্যা ১৬টি।
উল্লেখ্য, ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল এই লেগস্পিনারের। ২৬ টি একদিনের ম্যাচে ৫৩টি ও ২৪ টি টি-টোয়েন্টি ম্যাচে থেকে নিয়েছেন ৪০ টি উইকেট। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরে প্রথমবারের মতো খেলতে এসেও নজর কেড়েছেন রশিদ খান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন