রহস্যময় পুকুরের অজানা রহস্য! জোর গুঞ্জনে ছুটছে হাজারো মানুষ
একটি পুকুরকে ঘিরে সৃষ্টি হয়েছে নানান রহস্যের। শুরু হয়েছে জোর গুঞ্জন। জড়ো হচ্ছে হাজার জনতা। কি আছে পুকুরের মাঝখানে আর কেন এমন হচ্ছে। ঘন্টার পর ঘন্টা হাজারো মানুষ পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে পুকুরে সৃষ্ট এই রহস্য নিয়ে। চলছে নানান কথা আর যুক্তিতর্ক।
শুক্রবার সকালে লালমনিরহাটের পাটগ্রামে উপজেলার বাউরা ইউপি সংলগ্ন বাউরা দাখিল মাদ্রাসার পুকুরটিকে ঘিরে এই রহস্যের জন্ম দেন স্থানীয় জেলেরা।
জেলেরা সকাল ১০টার দিকে ঐ পুকুরে মাছ ধরতে নামলে আকস্মিক তাদের জাল মাঝ পুকুরে আটকে যায়। এরপর তারা দেখতে পান কালো চুলের মানুষের মাথা সদৃশ্য একটা কিছু! প্রাণভয়ে তারা উঠে পড়েন পুকুর থেকে। পাড়ে দাঁড়িয়ে এবার লক্ষ্য করেন বিশাল আকারের বুদবুদ উঠছে পুকুরের মাঝখানে। পাড় থেকে জালটি টান দিলে ছিড়ে আসে জালটি।
এক-দুই করে শুরু হয় জনসমাগম। দুই ঘন্টার মধ্যে পুকুর পাড়ে জড়ো হয় হাজারো মানুষ। শুরু হয় রহস্য উদঘাটনের চিন্তা-চেষ্টা। হঠাৎ ডিসকভারি চ্যানেলের নায়কের মতো সুদূর আলাউদ্দিন নগর থেকে আসা এক যুবক। সে জেলেদের ব্যবহৃত ঐ জাল নিয়ে নেমে পড়েন পুকুরে, সাথে নেমে পড়েন স্থানীয় অন্যান্য যুবকরাও। আর উৎসুক মানুষ শিহরিত হয়ে অপেক্ষা করে শেষটা দেখার জন্য।
দুপুর ১২টার দিকে রহস্যের উন্মোচন হল, তবে ‘শেষ হয়েও হইল না শেষ’ -এর মত রহস্যটা থেকেই গেল। জোয়ানদের জালে ধরা পড়ল না কোন কিছুই। তবে বুদবুদটা রয়েই গেল!
সরজমিনে গিয়ে বাউরা ইউপির মহিলা সদস্য ফুলজান বেগমকে পাওয়া গেল। তিনি বললেন, বুঝতে পারছি না, বিষয়টি ঠিক কী।
পুকুরের ইজারাদার জসিম মিয়া বললেন, আমিও ঠিক বুঝতে পারছি না বিষয়টি। ইতিপূর্বে এমনটি ঘটেনি।
কথা হল আলাউদ্দিন নগরের ঐ যুবকের সাথে। তিনি বললেন, আমি বড়খাতার ভাংগা মসজিদে জুম্মার নামাজ আদায়ের জন্য যাচ্ছিলাম। শুনলাম পুকুরটিকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। ইচ্ছে জাগল, দেখে যাই কী আছে এখানে, তাই নেমে পড়লাম পুকুরে। কিছু পেলাম না, বলে মৃদু হাসলেন।
নায়ক এবার ভাংগা মসজিদের পানে মোটরবাইক হাকালেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন