রাঙ্গামাটিতে অপহৃত শিশু উদ্ধার, আটক ৩
রাঙামাটির রাজস্থলীতে পুলিশ ও সেনা সদস্যদের যৌথ অভিযানে দুর্বৃত্তদের হাতে অপহৃত এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার সকাল ৮টার দিকে ইসলামপুরের গভীর বন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
অপহৃতের পিতা উথোয়াইউ মারমা জানান, তার ছেলে বিজয় মারমা (৭) ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে বিজয়কে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুল্লাহ সরকার জানান, অপহৃত শিশুর পরিবার অভিযোগ করার পর থেকেই পুলিশ ও সেনা সদস্যরা যৌথ অভিযান শুরু করে। সকালে ইসলামপুরের গভীর বন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। সে সময় অপহরণে জড়িত তিনজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটকরা হলেন- রাসেল, সালাউদ্দিন ও মনোয়ার। এদের মধ্যে মনোয়ারের বাড়ি রাজস্থলীতে হলেও রাসেল কক্সবাজার ও সালাউদ্দিন সন্দ্বীপের বাসিন্দা। উদ্ধারের পরে শিশুটি বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন