রাজধানীতে স্ত্রীকে ঘরে আটকে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামী আটক
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় স্ত্রীকে ঘরে আটকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে এ ঘটনার নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, নিহত গৃহবধূর নাম রানী বেগম (২০)। তার স্বামীর নাম সাহেব আলী। তারা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকার বি ব্লকের চারতলা ভবনের নিচতলায় ভাড়া থাকেন।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, খবর পেয়ে বেলা ৩টার দিকে ওই বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তার স্বামীকে আটক করা হয়েছে।
নিহত গৃহবধূর ভাই জনি মিয়া জানান, এক বছর আগে তার বোনের প্রথম স্বামী সাবির হোসেনের সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। এর পর ভালোবেসে বিয়ে করেন সাহেব আলীকে। তার বোনের প্রথম পক্ষের তিন বছর বয়সের একটি ছেলে রয়েছে। সেই ছেলেকে সাথে নিয়ে তারা থাকতেন। এনিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, দুপুরে সাহেব আলী তার বোনকে ঘরের ভেতর আটকে রেখে কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এর পর পালিয়ে যাওয়ার সময় এলকাবাসী সাহেব আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন