রাজধানীতে স্বামীর ছোড়া গরম পানিতে স্ত্রীর মৃত্যু

রাজধানীর উত্তরা বাড্ডায় স্বামীর ছোড়া গরম পানিতে জ্বলসে যাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় নূর জাহান আক্তার পূর্ণিমা (২৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। তিনি স্বামী-সন্তান নিয়ে ১০৮/১ উত্তর বাড্ডায় থাকতেন।
নিহতের ভাই সামির হোসেন জানান, গত ২১ মার্চ সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের এক পর্যায়ে স্বামী মিজানুর রহমান পূর্ণিমার শরীরে গরম পানি ঢেলে দেয়। পরে গুরুতর দগ্ধ অবস্থায় পূর্ণিমাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দীর্ঘ সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রোববার দুপুরে মারা যান পূর্ণিমা। সাইম নামে তাদের এক ছেলে আছে। তবে ঘটনার পর থেকে মিজানুর রহমান পলাতক।
এদিকে, ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল জানান, পূর্ণিমার শরীরের ৩০ ভাগ পোড়ে ছিল। ডিপ বার্ন হওয়ায় শরীরের রক্ত চলাচল বাধাগ্রস্থ হওয়ার জন্যই তার মৃত্যু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন