রাজধানীতে ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অবৈধ স্থাপনা, নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ, নকশা বহির্ভূতভাবে পার্কিংয়ের জায়গায় হোটেল, আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রমসহ নানা অপরাধে উত্তরা, গুলশান ও ধানমণ্ডি এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এতে কমপক্ষে দুই শতাধিক স্থাপনা অপসারণ করা হয়েছে। একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) সকাল থেকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ঢাকা ময়মনসিংহ রোডে কুশল সেন্টারের পার্কিংয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রাজউকের অথোরাইজড অফিসার মিজানুর রহমান। তার নেতৃত্বে বেজমেন্টের ১৬৭টি অবৈধ দোকান উচ্ছেদ করে রাজউক। এসব দোকানের মালামাল অনেক বেশি হওয়ায় সেসব সরিয়ে ফেলতে আজও (বৃহস্পতিবার) উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবে রাজউক।
রাজউকের অথোরাইজড অফিসার মিজানুর রহমান জানান, পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনীতে উচ্ছেদ অভিযান চলে। তেমন কোনো বাধার মুখে পড়তে হয়নি তাদের।
সোম ও মঙ্গলবারের মতো বুধবারও অভিজাত গুলশান-১ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে রাজউক। এ সময় গুলশান ৪, ৫, ৬, ৭ ও ৮ নম্বর সড়কের অবৈধ ১৯ র্যাম্প ভেঙে দেয় রাজউক। নকশা বহির্ভূতভাবে পার্কিংয়ের জায়গা হোটেলের কাজে ব্যবহার করায় অভিজাত হোটেল স্পেকটা কনভেনশন সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করে রাজউকের ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে রাজউকের অথোরাইজড অফিসার আদিলুজ্জামান জানান, বুধবার নির্বিঘ্নে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছেন তারা। এ সময় তাদের কোনো ধরনের বাধার মুখে পড়তে হয়নি।
রাজউকের অথরাইজড অফিসার শফিউল হান্নানের নেতৃত্বে ধানমণ্ডি এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। দিনভর উচ্ছেদ অভিযানে একটি বেজমেন্টে অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় ৮টি প্রতিষ্ঠানকে উচ্ছেদ এবং একটি প্রতিষ্ঠানকে উচ্ছেদসহ জরিমানা করা হয়।
অবৈধভাবে ধানমণ্ডি ১৩ নম্বর রোডের একটি ভবনের পার্কিংয়ে জায়গায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় তা উচ্ছেদ করে দেয় রাজউক। একই অবস্থা হয়েছে মেট্রো শপিং মল, ধানমণ্ডি ১২ নম্বর সড়কের সেভেন ইলেভেন রেস্টুরেন্টের। এ রেস্টুরেন্টকে উচ্ছেদসহ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বেসেমেন্টর কে-ক্রাফট, অঞ্জনস, নাগরদোলার শোরুম উচ্ছেদ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন