রাজধানীর ভাষানটেকে গুলিতে ঠিকাদার নিহত
রাজধানীর ভাষানটেক শ্যামলপল্লী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. মুছা ওরফে চিকনা জমাল (৪০) নামের এক মাটির ঠিকাদার চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে মারা গেছেন। আজ শনিবার সকাল ১০টায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাষাটেক থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সি সাব্বির আহমেদ। তিনি জানান, মুছা এলাকায় চিকনা জামাল নামে পরিচিত। মাটির ঠিকাদারি করে কিনা আমার জানা নেই। সেও একজন সন্ত্রাসী। ভাষানটেক থানায় তার নামে চাঁদাবাজী মামলাসহ প্রায় ১০/১২টি মামলা রয়েছে। কিভাবে সে গুলিবিদ্ধ হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনো কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।
এর আগে মঙ্গলবার বেলা ১২টার দিকে ঘটনাটি ঘটে। আহত মুছা ভাষানটেক শ্যামলপল্লী শিল্পীরটেক এলাকার আ. খালেকের ছেলে। মুছার স্ত্রী রুনা আক্তার জানায়, দীর্ঘদিন আগে ঐ এলাকার সন্ত্রাসী রনি, ভুষি বাবু, ইস্টান সোহেল, কাশেমসহ আরও অনেকের সাথে চলাফেরা করত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল।
রুনা আরও জানায়, এখন আর মুছা তাদের সাথে চলাফেরা করে না। মাটি ভরাটের ঠিকাদারি করে। তিনি অভিযোগ করে বলেন, ৮/১০ দিন আগে মুছার কাছে ৫০ হাজার চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় আজকে তাকে গুলি করে। এতে তার পেটে পিঠে হাতে গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় প্রথমে শ্যামলীর একটি ক্লিনিকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ঢামেক হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তার মৃত্যু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন