রাজধানীর সব কয়টি প্রবেশ পথে তীব্র যানজট
রাজধানী ঢাকাতে প্রবেশের সব কয়টি রুটেই তীব্র যানজট বিরাজ করছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত থেকেই এ যানজটের সৃষ্টি হয়।
বুধবার রাত ২টা থেকে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে মেঘনা-গোমতি সেতু পাড় হয়ে সোনারগাঁও উপজেলার কাঁচপুর পর্যন্ত ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো মানুষ, পণ্যবাহী যানবাহন এবং কোরবানির পশুর গাড়ি ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে।
দাউদকান্দি ও গজারিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেনের গাড়িগুলো মেঘনা-গোমতি ও মেঘনা সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় দুই লেনে পরিণত হয়। ফলে গাড়িগুলোকে ধীরগতিতে সেতু দুটি পার হতে হয়। এ সময় থেমে থেমে যানজট সৃষ্টি হয়। গত তিন দিনের যানজটের রেশ কাটতে না কাটতেই বুধবার রাতে মেঘনা সেতুর ওপর অতিরিক্ত মালবোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়লে এ দীর্ঘ যানজট সৃষ্টি হয়। গজারিয়া হাইওয়ে পুলিশ গাড়িটি সরিয়ে নিলে আবার যানবাহন চলাচল শুরু হয়। কিন্তু ঈদে অতিরিক্ত মালবোঝাই ফিটনেসবিহীন ট্রাক ও কাভার্ড ভ্যান সেতুর ওপর দিয়ে ধীর গতিতে চলাচলের ফলে যানজট আরো দীর্ঘতম হয়।
তবে যানজটের কথা অস্বীকার করে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহীদুল ইসলাম জানান, গাড়ির চাপ আছে ও ধীরগতিতে চলছে। তবে তা যানজট বলা যাবে না। প্রায় ৭০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের কবলে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। এতে কোরবানী পশুবাহী ট্রাক ও পন্যবাহী ট্রাক আটকা পরে কাঁচামাল নষ্ট হয়ে যাচ্ছে।
মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এ দৃশ্য দেখা যায়। পরিবহন শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত থেকে ও বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়কে যানজটের সৃষ্ট হয়েছে।
অপরদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৭০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের কবলে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। এতে কোরবানী পশুবাহী ট্রাক ও পন্যবাহী ট্রাক আটকা পরে কাঁচামাল নষ্ট হয়ে যাচ্ছে।
মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এ দৃশ্য দেখা যায়। পরিবহন শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়কে যানজটের সৃষ্ট হয়েছে। কেরানীগঞ্জ এলাকা দিয়েইও রয়েছে একই ধরনের যানজট।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন