রবিবার, মে ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

রাজশাহীতে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, আটক ৩

জঙ্গি আস্তানা সন্দেহে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ দাবি করেছে, সেখান থেকে নব্য জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করা হয়েছে। বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে নারী-শিশুসহ নয়জনকে।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশের এ অভিযানের সময় ওই বাড়ি থেকে দুটি সুইসাইডাল ভেস্ট, পাঁচটি গুলিসহ একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

বিস্ফোরকদ্রব্য থাকতে পারে—এ সন্দেহে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে পৌঁছালে বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করা হবে বলে জানিয়েছেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী।

জঙ্গি সন্দেহে আটকরা হলেন ইব্রাহিম হোসেন (২৬), তাঁর ভাই ইসরাফিল হোসেন (২৪) এবং তাঁদের বোনজামাই রবিউল ইসলাম (২৫)।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী জানান, বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের তথ্য ও তাদের উপস্থিতিতে রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী জেলা পুলিশ ইব্রাহিম হোসেনের বাড়িটি ঘিরে ফেলে। এ সময় ওই বাড়ি থেকে সবাইকে বের হয়ে আসতে বলা হয়। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে বাড়ি থেকে তিনজন বের হয়ে আসেন। তাঁরা তিনজনই নব্য জেএমবির সক্রিয় সদস্য। আটকের পর তাঁদের তানোর থানায় নেওয়া হয়েছে।

পরে বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে দুটি সুইসাইডাল ভেস্ট, একটি ৭ দশমিক ৬২ এমএম বিদেশি পিস্তল, পাঁচটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। ওই বাড়িতে একটি শক্তিশালী বোমাসহ কিছু বিস্ফোরকদ্রব্য রয়েছে। বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী।

এদিকে, আজ সোমবার সকালে ওই বাড়ি থেকে চার শিশু ও তিন নারীসহ নয়জনকে উদ্ধার করে তানোর থানা হেফাজতে নেওয়া হয়েছে।

তাঁরা হলেন ইব্রাহিম ও ইসরাফিলের বাবা রমজান আলী, মা আয়েশা বেগম, রমজানের মেয়ে হাওয়া খাতুন, ইব্রাহিমের স্ত্রী মর্জিনা খাতুন, ইসরাফিলের স্ত্রী হারেছা খাতুন এবং হাওয়া খাতুনের এক মেয়ে ও মর্জিনা খাতুনের তিন বছরের শিশুকন্যা।

পাঁচন্দর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, ১০/১২ বছর ধরে রমজান আলীর পরিবারের সদস্যরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদের নামাজ পড়ে আসছেন। চলতি রমজান মাসেও তাঁরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে থেকে রোজা রাখা শুরু করেন। গত বছর রমজান আলী ও তাঁর স্ত্রী আয়শা বেগম হজ পালন করে এসেছেন।

মঞ্জু জানান, ইব্রাহিম ও ইসরাফিলের বাবা রমজান আলী তানোর উপজেলার গৌরাঙ্গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ইব্রাহিম ও ইসরাফিল মাদ্রাসায় লেখাপড়া করেছেন।

ইব্রাহিমের সার ও কীটনাশকের দোকান রয়েছে। আর ইসরাফিল কৃষিকাজ করেন। তাঁদের ভগ্নিপতি রবিউলের বাড়ি পাশের গ্রামের চকপাড়ায়। রবিউল কাঠমিস্ত্রির কাজ করেন। স্ত্রীর সন্তান হওয়ার পর থেকে রবিউল শ্বশুরবাড়িতে ছিলেন বলে জানান ওয়ার্ড সদস্য মঞ্জু।

এই সংক্রান্ত আরো সংবাদ

শিল্পকলা পুরস্কার পেলেন ১৩ জন আলোকচিত্র শিল্পী

 ‘উন্নয়নের বাংলাদেশ, নান্দনিক বাংলাদেশ’ শিরোনামে শিল্পকলা একাডেমি আয়োজিত প্রতিযোগিতায় পুরস্কারবিস্তারিত পড়ুন

‘আমলাতন্ত্রকে ভেঙে গণমুখী বাজেট তৈরির আহ্বান’

জাতীয় বাজেটকে গণবান্ধব ও কর্মসংস্থানমুখী করতে হলে তেভাগা পদ্ধতিতে যেতেবিস্তারিত পড়ুন

চড়াই-উতরাই থাকবে হতাশ হবেন না: প্রধানমন্ত্রী

দেশের অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বিস্তারিত পড়ুন

  • দাম বাড়ছেই ডিমের
  • শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
  • নিরাপদে যুক্তরাষ্ট্রে পৌঁছালো বাংলাদেশ দল
  • নীতি সহায়তা যুক্ত হচ্ছে রফতানিতে
  • ৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 
  • বাকৃবি গবেষকের সাফল্য এই প্রথম সুস্বাদু দেশীয় শিং মাছের জিনোম সিকুয়েন্স উদ্ভাবন
  • এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ছয় দেশ
  • আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
  • কমরেড রনো চির জাগরূক থাকবেন
  • উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে শোকজ শুরু করেছে বিএনপি
  • সমাজ পরিবর্তনে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : বস্ত্র ও পাট মন্ত্রী
  • জাতির পিতার স্মৃতি বিজড়িত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী