রাবিকে তামাকমুক্ত করতে চান উপাচার্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়কে (রাবি) তামাকমুক্ত করার আশাবাদ ব্যক্ত করেছেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। ‘তামাকমুক্ত ক্যাম্পাস : বাস্তবতা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে উপাচার্য এ আশাবাদ ব্যক্ত করেন।
আজ বুধবার রাবি রিপোর্টার্স ইউনিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাবি রিপোর্টার্স ইউনিটি (রুরু) ও অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি সেন্টারের (এসিডি) যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনের শিক্ষক লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারকে এরই মধ্যে ধূমপানমুক্ত করেছি। বিভিন্ন ভবনের শ্রেণি কক্ষগুলোকেও ধূমপানমুক্ত করা হচ্ছে। এছাড়া প্রশাসনের সবার সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীসহ কর্মরত শ্রমিকদের খোলা জায়গায় ধূমপানের ওপর নিষেধাজ্ঞা জারির পরিকল্পনাও নেওয়া হচ্ছে। এভাবে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে তামাকমুক্ত করা সম্ভব হবে।’
মুহম্মদ মিজানউদ্দিন আরো বলেন, ‘ক্যাম্পাসকে ধূমপানমুক্ত করতে ছাত্র সংগঠনগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তারা আবাসিক হল ও ক্যাম্পাসে ধূমপানসহ মাদক সেবনের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে শিক্ষার্থীদের সচেতন করতে পারে।’
রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি কায়কোবাদ খানের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম শান্তনু ও সিন্ডিকেট সদস্য মামুন আ. কাইয়ুম।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন