রাবিতে হরতালের সমর্থনে সড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হত্যা, তনুসহ অব্যাহত গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে সারাদেশে অর্ধদিবস হরতালের সমর্থনে সড়ক অবরোধ করেছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে থেকে ৯টা পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে রাবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাস বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা রাবিতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। সকালে আমরা মেইনগেটে অবস্থান নিয়ে অবস্থান ধর্মঘট করেছি। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।’
গত ৭ এপ্রিল তনু হত্যার বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে যায় প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের নেতা-কর্মীরা। কর্মসূচিতে পুলিশ হামলা চালায় ও মিছিলে বাধা দেয়। ওই ঘেরাও কর্মসূচি থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়ে তনু হত্যার বিচারের দাবিতে ২৫ এপ্রিল সারাদেশে অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করেছিলেন প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক আশরাফুল আলম সোহেল। গত ২০ মার্চ তনুকে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় খুন হয়। তনু হত্যার পর থেকে দুই ছাত্র সংগঠনের জোটের উদ্যোগে বিচারের দাবিতে ধারাবাহিক আন্দোলন চলছে।
প্রগতিশীল ছাত্রজোটের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যেই গণতান্ত্রিক বামমোর্চা, সিপিবি-বাসদসহ ১৪টি রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন ও নারী সংগঠনসমূহ এই হরতালের সমর্থনে মাঠে থাকার ঘোষণা দিয়েছে। এছাড়া অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক আহমেদ কামাল, অধ্যাপক আজফার হোসেন, গীতি আরা নাসরিন, অধ্যাপক এমএম আকাশ, শিল্পী মাহমুদুজ্জামান বাবু, শিল্পী অরুপ রাহীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সমাজকর্মী ও দেশের বিশিষ্ট ব্যক্তিরা এ হরতালে সমর্থন জানিয়েছেন।
জাটের নেতারা, জীবনের নিরাপত্তা ও তনু হত্যার বিচারের দাবিতে হরতালের সমর্থনে সর্বস্তরের মানুষকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন