রাজধানীতে ১০ শিশু উদ্ধার, আটক ৪ জন!
রাজধানীর রামপুরা বনশ্রীর একটি বাসা থেকে ১০ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বনশ্রীর ‘সি’ ব্লকের ১০ নম্বর রোডের একটি বাসা থেকে শনিবার দুপুরে শিশুগুলোকে উদ্ধার করা হয়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রামপুরার একটি বাসা থেকে ১০ শিশুকে উদ্ধার করা হয়েছে। যাদের বয়স ১০ থেকে ১৩ বছরের মধ্যে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।’
তবে তিনি উদ্ধার শিশুদের নাম-পরিচয় জানাতে পারেননি।
আটকদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিসি মুনতাসিরুল ইসলাম বলেন, ‘তারা দাবি করছে, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শিশুদের ওই বাসায় রাখা হয়নি। তারা পথ ও হারিয়ে যাওয়া শিশুদের নিয়ে কাজ করে। তাদের একটি এনজিও রয়েছে। এ কারণে তাদের ওই বাসায় রাখা হয়েছিল।’
‘জিজ্ঞাসাবাদে মনে হয়নি তারা শিশুদের নিয়ে কাজ করে। তারা এ সংক্রান্ত কোনো কাগজপত্রও দেখাতে পারেননি’— বলেন তিনি।
মুনতাসিরুল ইসলাম আরও বলেন, ‘আটকদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি উদ্ধার শিশুদের পরিচয় জানার চেষ্টা চলছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন